Pahalgam Terrorist Attack

পহেলগামে নিহতদের প্রতি শ্রদ্ধা

সন্ধ্যায় বাঁকুড়ার নতুনগঞ্জের দলীয় কার্যালয় থেকে মাচানতলা মোড় পর্যন্ত মোমবাতি হাতে মৌনি মিছিল করেন বিজেপি নেতা-কর্মীরা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ০৬:৪৬
কাশ্মীরে নিহতদের বিজেপির শ্রদ্ধাঞ্জলি।বাঁকুড়ার মাচানতলা মুক্তমঞ্চে।

কাশ্মীরে নিহতদের বিজেপির শ্রদ্ধাঞ্জলি।বাঁকুড়ার মাচানতলা মুক্তমঞ্চে। নিজস্ব চিত্র।

পহেলগামে মঙ্গলবার জঙ্গি হামলায় মুহূর্তে ভূস্বর্গ বদলে গিয়েছে নরকে। নিহত পর্যটকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দু’জেলার বিভিন্ন জায়গায় শোক জ্ঞাপন করা হল। বুধবার সকালে বিষ্ণুপুর পুরসভার শহিদ বেদিতে মালা দেন বিধায়ক তন্ময় ঘোষ, পুরপ্রধান গৌতম গোস্বামী, শহর তৃণমূলের সভাপতি সুনীল দাস, শহর যুব তৃণমূলের সভাপতি সুকান্ত রায়-সহ পুরপ্রতিনিধিরা। গৌতমের আক্ষেপ, “কাশ্মীরের মতো পর্যটনক্ষেত্রও এখন নিরাপদ নয়।” নীরবতা পালন করেন বিষ্ণুপুরের তৃণমূল নেতৃত্ব। বড়জোড়ার হাটআশুড়িয়ায় কালো ব্যাজ পরে ধিক্কার মিছিল করেন সিপিএমের কর্মী-সমর্থকেরা। কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর ভূমিকায় প্রশ্ন তোলেন তাঁরা। সন্ধ্যায় বাঁকুড়ার নতুনগঞ্জের দলীয় কার্যালয় থেকে মাচানতলা মোড় পর্যন্ত মোমবাতি হাতে মৌনি মিছিল করেন বিজেপি নেতা-কর্মীরা। সন্ধ্যা সাতটা নাগাদ খাতড়া শহরে রবীন্দ্র সরণিতে বিজেপি কার্যালয়ের সামনে মোমবাতি জ্বালিয়ে নীরবতা পালন করা হয়। ছিলেন বিজেপি রানিবাঁধ মণ্ডল ৪-এর সভাপতি সংলাপ সাহু-সহ অন্যরা। মানবাজার মহকুমা প্রেস ক্লাবের উদ্যোগে নিহতদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান মানভূম কলেজের শিক্ষক প্রদীপ মণ্ডল, প্রাক্তন শিক্ষক বিধান মণ্ডল, প্রাক্তন জেলা ডাক আধিকারিকরামকৃষ্ণ নন্দী প্রমুখ।

আরও পড়ুন