Manmohan Singh

মনমোহন স্মরণ বিধান ভবনে

পি ভি নরসিংহ রাওয়ের আমলে অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়ে মনমোহন কী ভাবে দেশের অর্থনীতির মোড় ঘুরিয়েছিলেন, সেই প্রসঙ্গ বিশেষ ভাবে আলোচিত হয়েছে এ দিন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫ ০৬:১৩
প্রদেশ কংগ্রেসের উদ্যোগে মনমোহন সিংহের স্মরণ-সভা। বিধান ভবনে।

প্রদেশ কংগ্রেসের উদ্যোগে মনমোহন সিংহের স্মরণ-সভা। বিধান ভবনে। —নিজস্ব চিত্র।

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের স্মরণ-সভার আয়োজন করল প্রদেশ কংগ্রেস। দলের রাজ্য সদর দফতর বিধান ভবনে শুক্রবার ওই স্মরণ-সভায় ব্যক্তি ও অর্থনীতিবিদ মনমোহনের জীবনের নানা দিক উঠে এসেছিল বক্তাদের আলোচনায়। পি ভি নরসিংহ রাওয়ের আমলে অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়ে মনমোহন কী ভাবে দেশের অর্থনীতির মোড় ঘুরিয়েছিলেন, সেই প্রসঙ্গ বিশেষ ভাবে আলোচিত হয়েছে এ দিন। স্মরণ-সভায় ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, প্রাক্তন সভাপতি প্রদীপ ভট্টাচার্য, অমিতাভ চক্রবর্তী, মায়া ঘোষ, কৃষ্ণা দেবনাথ, মহম্মদ মুক্তার-সহ দলের রাজ্য নেতৃত্ব। মনমোহনের সূত্রেই দেশের আর এক প্রাক্তন অর্থমন্ত্রী এবং এই রাজ্যের কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায়ের ভূমিকাও স্মরণ করিয়ে দিয়েছেন প্রদেশ সভাপতি। কংগ্রেস সূত্রের খবর, পরে আরও বড় আকারে মনমোহনের স্মরণ-অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।

Advertisement
Advertisement
আরও পড়ুন