High Court

Biswa Bangla logo: স্কুলের পোশাকে বিশ্ব বাংলার লোগো, সিদ্ধান্ত বাতিলের আর্জি জানিয়ে মামলা হাই কোর্টে

রবিবার সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে নীল ও সাদা রঙের পোশাকের সঙ্গে বিশ্ব বাংলার লোগো ব্যবহারের বার্তা দেওয়া হয়েছে স্কুলগুলিকে। এই পোশাক তৈরি করবে স্বনির্ভর গোষ্ঠীগুলি। পড়ুয়ারা আগের স্কুলের ব্যাগ এবং জুতো পাবে। ব্যাগের উপরেও থাকবে সরকারি লোগো।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ মার্চ ২০২২ ১৫:০১
গ্রাফিক: সনৎ সিংহ

গ্রাফিক: সনৎ সিংহ

স্কুলের পোশাক নীল-সাদা করার পাশাপাশি বুকে বিশ্ব বাংলার লোগো লাগানোর নির্দেশ দিয়েছে সমগ্র শিক্ষা মিশন (এসএসএম)। এই লোগো ব্যবহারের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করলেন সৌমেন হালদার নামে এক ব্যক্তি।

মামলাকারীর আইনজীবী রাজনীল মুখোপাধ্যায় বলেন, ‘‘স্কুলের পোশাক নীল-সাদা করার বিষয়টি নিয়ে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু পোশাকের বুকে বা বিশ্ব বাংলার লোগো ব্যবহার করার বিষয়েই আপত্তি রয়েছে।’’ মামলাটি প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে গৃহীত হয়েছে।

রবিবার সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে নীল ও সাদা রঙের পোশাকের সঙ্গে বিশ্ব বাংলার লোগো ব্যবহারের বার্তা দেওয়া হয়েছে স্কুলগুলিকে। এই পোশাক তৈরি করবে স্বনির্ভর গোষ্ঠীগুলি। পড়ুয়ারা আগের স্কুলের ব্যাগ এবং জুতো পাবে। ব্যাগের উপরেও থাকবে সরকারি লোগো।

Advertisement

মামলাকারীর যুক্তি, বিশ্ব বাংলার লোগোটি যেহেতু বিভিন্ন সরকারি ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাই ওই লোগোটির বদলে স্কুলের লোগো ব্যবহার করতে দেওয়া উচিত। এই মামলার শুনানি হতে পারে ৩১ মার্চ।

আরও পড়ুন
Advertisement