মুর্শিদাবাদের ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। —নিজস্ব চিত্র।
মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় গুলিবিদ্ধ এক যুববকে কলকাতার এসএসকেএম হাসপাতালে গিয়ে দেখে এলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। আহত ওই যুবক ধুলিয়ান পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
শুভঙ্কর গুলিবিদ্ধ ওই যুবকের পরিজনদের সঙ্গেও কথা বলেন। দু’দিন আগে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর এবং এআইসিসি-র সহ-পর্যবেক্ষক অম্বা প্রসাদ প্রতিনিধিদল নিয়ে মুর্শিদাবাদের শমসেরগঞ্জ, সুতিতে আক্রান্ত মানুষের সঙ্গে কথা বলে এসেছেন। বিধান ভবনে সোমবার সেই অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন তাঁরা। শুভঙ্কর এ দিন আলিপুরের হাসপাতালে ভর্তি রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে দেখতেও গিয়েছিলেন। রাজ্যপালের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।