Shubhankar Sarkar

প্রিয়ঙ্কার জন্য কালীঘাটের ফুল

দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ বৃহস্পতিবার কালী পুজোর দিনে ওই পুজো দেওয়ার আয়োজন করেছিলেন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৪ ০৯:১৭
কালীঘাট মন্দিরে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।

কালীঘাট মন্দিরে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। —নিজস্ব চিত্র।

কেরলের ওয়েনাড়ে কংগ্রেস প্রার্থী প্রিয়ঙ্কা গান্ধী বঢরার জয় কামনায় কালীঘাট মন্দিরে পুজো দিলেন বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। সেই সঙ্গেই এ রাজ্যের মহিলাদের সুরক্ষা এবং ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীদের জন্যও পুজো দেওয়া হয়েছে। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ বৃহস্পতিবার কালী পুজোর দিনে ওই পুজো দেওয়ার আয়োজন করেছিলেন। কংগ্রেস সূত্রে বলা হয়েছে, এআইসিসি-র সদস্য বিশ্বজিৎ সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল কালীঘাটের পুজোর ফুল ও প্রসাদ প্রিয়ঙ্কার কাছে পৌঁছে দেওয়ার জন্য কাল, শুক্রবার ওয়েনাড় রওনা হবে। প্রদেশ সভাপতি শুভঙ্করের দাবি, ‘‘ওয়েনাড় থেকে আমাদের নেত্রী প্রিয়ঙ্কার জয় এখন সময়ের অপেক্ষা। সংসদের অভ্যন্তরেও তিনি যাতে নারী অধিকার নিয়ে সরব হতে পারেন, সেই কামনায় শক্তিদায়িনী ‘মা’য়ের কাছে প্রার্থনা করেছি। বাংলার সব মহিলার সুরক্ষা এবং উপনির্বাচনে আমাদের দলের সাফল্য কামনাও করেছি।’’

Advertisement
আরও পড়ুন
Advertisement