Fire Incident In Howrah

হাওড়ায় থার্মোকলের কারখানায় আগুন, পুড়ে মৃত্যু অন্য কারখানায় কাজে আসা শ্রমিকের! বিক্ষোভ

মৃতের নাম আকাশ হাজরা। তিনি থার্মোকলের কারখানার পাশে আর একটি কারখানায় কাজ করতে এসেছিলেন। কী ভাবে অগ্নিদগ্ধ হয়ে তাঁর মৃত্যু হল, তা স্পষ্ট নয়। আবার আগুন লাগার কারণও স্পষ্ট নয়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৫ ১৮:১১
Fire

হাওড়ার সাঁকরাইলে কারখানায় আগুন! —নিজস্ব চিত্র।

হাওড়ার সাঁকরাইলে একটি থার্মোকলের কারখানায় অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হল এক শ্রমিকের। শনিবার বিকেলে এ নিয়ে শোরগোল এলাকায়। দেহ আটকে রেখে শুরু হয় বিক্ষোভ।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, শনিবার দুপুর ৩টে নাগাদ সাঁকরাইলের আলমপুর মোড়ে একটি থার্মোকলের গোডাউনে আগুন লাগে। দাহ্য বস্তু থাকায় অল্প সময়ের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন। কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে যায়। খবর পেয়ে একে একে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের তিনটি ইঞ্জিন। পরে আরও তিনটি ইঞ্জিন যায়। ছ’টি দমকলের ইঞ্জিনের দীর্ঘ ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তার মধ্যেই এক ব্যক্তির অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর খবর মেলে।

জানা গিয়েছে, মৃতের নাম আকাশ হাজরা। তিনি থার্মোকলের কারখানার পাশে আর একটি কারখানায় কাজ করতে এসেছিলেন। কী ভাবে অগ্নিদগ্ধ হয়ে তাঁর মৃত্যু হল, তা স্পষ্ট নয়। আগুন লাগার কারণও স্পষ্ট নয়। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ড।

পুলিশ সূত্রের খবর, মৃত শ্রমিকের বাড়ি হাজরা তুলসীবেড়িয়া এলাকায়। তাঁর মৃত্যুর ঘটনায় কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন অনেকে। পরিস্থতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা হচ্ছে। অন্য দিকে, দমকল সূত্রে জানা যাচ্ছে, আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা ছিল না কারখানায়। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল আধিকারিক আর কে সাহা বলেন, ‘‘মোট ছ’টি ইঞ্জিন গিয়ে আগুন নিভিয়েছে। ফরেন্সিক দল তদন্ত করবে। তখন আগুন লাগার কারণ স্পষ্ট হয়ে যাবে।’’

Advertisement
আরও পড়ুন