BJP to TMC

কোচবিহারে শতাধিক পরিবার যোগ দিল তৃণমূলে, মিহির গোস্বামীর কেন্দ্রে আবার ভাঙল বিজেপি

স্থানীয় বিজেপি বিধায়ক মিহিরের দাবি, পুরোটাই তৃণমূলের সাজানো ব্যাপার। তিনি বলেন, ‘‘বিজেপির সংগঠনের এত খারাপ হাল না যে তাঁরা তৃণমূলের মতো চোরের দলে যোগ দেবেন।’’

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৪ ১৬:৪২
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান।

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান। — নিজস্ব চিত্র।

লোকসভা ভোটের আগে আবার ভাঙল বিজেপি। এ বার কোচবিহারের নাটাবাড়িতে। ঘটনাচক্রে, এই বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছিলেন বিজেপির মিহির গোস্বামী। কিন্তু তিনিও দলের ভাঙন ঠেকাতে পারলেন না। কোচবিহারের নাটাবাড়ির ১৭ নম্বর মণ্ডলের গুড়িয়াহাটি ১ গ্রাম পঞ্চায়েতের ১৪৭ নম্বর বুথের শতাধিক পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে। রবিবার কোচবিহার জেলা তৃণমূল কার্যালয়ে জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন তাঁরা।

Advertisement

লোকসভা নির্বাচনে যত এগিয়ে আসছে, একের পর এক বিজেপি কর্মী, সমর্থকদের বিজেপি থেকে তৃণমূলে যোগদান করার হিড়িক পড়ে যাওয়ায় স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে বিজেপির জেলা নেতৃত্ব। তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ বলেন, ‘‘১৪৭ নম্বর বুথে যত বিজেপি কর্মী ছিলেন, প্রত্যেকেই আজ (রবিবার) বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। উল্লেখযোগ্য বিষয় হল, আজকে যাঁরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন তাঁদের মধ্যে বিজেপির বুথ সম্পাদক এবং অন্যান্য নেতৃত্বও আছেন। প্রায় ১০০টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন।’’

নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামী বলেন, ‘‘তৃণমূল যে কথা বলে তার মধ্যে সত্যতা কতটা, তা বিচার করার প্রয়োজন আছে। তৃণমূল সব সময় বলে, বিজেপির কোনও সংগঠন নেই। তাহলে ১০০টি পরিবার কী করে তৃণমূলে যোগদান করল! কোথা থেকে এই বিজেপি কর্মীদের তারা বার করল? শুধুমাত্র একটি বুথ থেকে যদি ১০০ পরিবার তৃণমূলে যোগদান করে, তার মানে বুঝতে হবে বিজেপি ভালমাত্রায় রয়েছে। আসলে পুরোটাই সাজানো ঘটনা। বিজেপি কর্মীদের এত দুর্দিন আসেনি, যে দলের প্রায় সমস্ত মন্ত্রী জেলে সেই দলে যোগদান করবে!’’

আরও পড়ুন
Advertisement