Awas Yojana List

আবাসের তালিকা নিয়ে তৃণমূলে তৃণমূলে গোলমাল, গীতালদহে পঞ্চায়েত অফিসে ঝুলল তালা

অভিযোগ, গীতালদহ-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং অঞ্চল সভাপতি মিলে মাত্র চারটি বুথের বাসিন্দার নাম আবাস যোজনার উপভোক্তাদের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। বঞ্চিত হয়েছে ১১টি বুথ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৫ ১৮:৫৪

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

আবাস যোজনার উপভোক্তাদের তালিকা নিয়ে শাসকদলের গোষ্ঠীকোন্দল, যার প্রেক্ষিতে তৃণমূলের এক দল লোক তালা ঝোলালেন পঞ্চায়েত কার্যালয়ে। চলল মারামারি। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কোচবিহারের গীতালদহ-১ গ্রাম পঞ্চায়েতে।

Advertisement

অভিযোগ, গীতালদহ-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং অঞ্চল সভাপতি মিলে মাত্র চারটি বুথের বাসিন্দার নাম আবাস যোজনার উপভোক্তাদের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন বাকি ১১টি বুথের বাসিন্দারা। সেই খবর জানতে পেরে ওই বুথগুলির বাসিন্দারা মঙ্গলবার গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে আসেন। শুরু হয় গন্ডগোল।

মুহূর্তের মধ্যে আড়াআড়ি ভাগ হয়ে যান তৃণমূলের পঞ্চায়েত সদস্যেরাও। কয়েক জন গ্রামবাসীদের অভিযোগকে মান্যতা দেন। শুরু হয় তুমুল উত্তেজনা। কয়েক জন গিয়ে পঞ্চায়েত কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন।

অভিযোগ ওঠে, গীতালদহের তৃণমূল অঞ্চল সভাপতি আসাদুল হক এবং প্রধান তাঁদের লোকজন নিয়ে গিয়ে অভিযোগকারী পঞ্চায়েত সদস্য থেকে সাধারণ মানুষের উপর হামলা চালিয়েছেন। বেশ কয়েক জন জখম হয়েছেন। এক তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামীর অভিযোগ, অঞ্চল সভাপতির লোকজন তাঁদের মারধর করেছেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আসাদুল। তাঁর পাল্টা দাবি, ‘‘আমি পঞ্চায়েত কার্যালয়ে গিয়েছিলাম তালা ঝোলানোর জন্য। কারণ, অনেকে এসে পঞ্চায়েত অফিসে হামলা করছিল। আমাদের মারধর করা হচ্ছিল।’’

Advertisement
আরও পড়ুন