পুরাতন মালদহের ভাবুক গ্রাম পঞ্চায়েতের ভবনের এই রং নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। নিজস্ব চিত্র।
পুরাতন মালদহে বিজেপি পরিচালিত ভাবুক পঞ্চায়েত ভবনের রং গেরুয়া করা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অভিযোগ, নীল-সাদা রং বদলে টাকা খরচ করে গেরুয়া রং করা হয়েছে। পঞ্চায়েত কর্তৃপক্ষ মন্তব্য না করলেও সুর চড়ায় বিজেপি। বিডিও সেঁজুতি মাইতি বলেছেন, “এই বিষয়ে আমার কোনও মন্তব্য নেই।” প্রশাসনের দাবি, পঞ্চায়েত নির্বাচিত জনপ্রতিনিধিরা পরিচালনা করেন। তাই ভবনের রং কী হবে, তা ঠিক করার দায়িত্ব প্রধানের। বিজেপির প্রধান প্রভুনাথ দুবেকে সঙ্গে ফোনে ধরা যায়নি। মন্তব্য করেননি পঞ্চায়েতের আধিকারিকেরাও।
ভাবুক গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। গত ভোটে পঞ্চায়েতে একক ভাবে বিজেপি জয়ী হলেও অনাস্থা এনে পঞ্চায়েতের দখল নেয় তৃণমূল। সে সময় নীল-সাদা রঙে ভবন সাজানো হয়। এ বার পঞ্চায়েত ভবনে পড়েছে গেরুয়া রঙের প্রলেপ। তৃণমূলের অঞ্চল চেয়ারম্যান মানিক সরকার বলেন, “মানুষের টাকা নয়ছয় করে পঞ্চায়েত ভবনের নীল-সাদা রঙের বদলে গেরুয়া রং করে বিজেপি দফতরে পরিণত করা হয়েছে।” পাল্টা বিজেপির বিধায়ক মালদহের গোপালচন্দ্র সাহা বলেছেন, “তৃণমূল সরকারি দফতরের রং পাল্টে নীল-সাদা করে দিচ্ছে। তাতে বিতর্ক হচ্ছে না। পঞ্চায়েত ভবনের রং গেরুয়া হতেই বিতর্ক সৃষ্টি করা হচ্ছে।”