Sexual Harassment

তরুণীকে খুনের চেষ্টা

বছর তেইশের ওই তরুণীর বাবার অভিযোগ, রবিবার সন্ধ্যায় তাঁর মেয়ে বাড়ি থেকে বেরিয়ে হেঁটে পিসির বাড়ি যাচ্ছিলেন। সেই সময়ে বাড়ির কাছেই হনুমান মন্দিরের সামনে পড়শি দুই যুবক মত্ত অবস্থায় তাঁকে গালিগালাজ করে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৫ ০৭:৪৪

— প্রতীকী চিত্র।

হোলির সন্ধ্যায় এক তরুণীকে মত্ত অবস্থায় দুই পড়শি ‘যৌন নিগ্রহ’ করে। অভিযোগ, তাঁকে খুনের চেষ্টাও করা হয়। মেয়েকে বাঁচাতে গেলে বাঁশ দিয়ে মেরে তাঁর বাবার মাথা ফাটিয়ে দেওয়া হয় শনিবার। ওই তরুণী ও তাঁর বাবাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়। রবিবার প্রতিবেশী দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন ওই ব্যক্তি। পুলিশ জানায়, অভিযুক্তেরা পলাতক। রায়গঞ্জ পুলিশ জেলার সুপার মহম্মদ সানা আখতার বলেন, “আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

Advertisement

বছর তেইশের ওই তরুণীর বাবার অভিযোগ, রবিবার সন্ধ্যায় তাঁর মেয়ে বাড়ি থেকে বেরিয়ে হেঁটে পিসির বাড়ি যাচ্ছিলেন। সেই সময়ে বাড়ির কাছেই হনুমান মন্দিরের সামনে পড়শি দুই যুবক মত্ত অবস্থায় তাঁকে গালিগালাজ করে। তরুণী প্রতিবাদ করেন। অভিযোগ, তখনই অভিযুক্তেরা তাঁকে মারধর, যৌন নিগ্রহ করে। তরুণীর মাথায় বাঁশ দিয়ে আঘাতের চেষ্টাও করা হয়। তিনি বাধা দিলে, হাতে আঘাত লাগে। খবর পেয়ে মেয়েকে বাঁচাতে যান বছর পঞ্চাশের ওই ব্যক্তি। অভিযোগ, ওই দুই যুবক তাঁকেও মারধর করে, মাথায় বাঁশ দিয়ে মারে। বাসিন্দাদের একাংশ বাবা-মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ওই তরুণী বলেন, “ঘটনার পর থেকে খুব আতঙ্কে রয়েছি।” তাঁর বাবা বলেন, “হোলির দিন এ ভাবে মেয়েকে আক্রান্ত হতে হল, ভাবতে পারছি না। মেয়েদের নিরাপত্তা কোথায়?” দুই অভিযুক্ত পড়শিদের কাছে দাবি করে, তাদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। ওই তরুণী ও তাঁর বাবাই তাঁদের গালাগালি ও মারধর করেছেন, দাবি তাদের।

Advertisement
আরও পড়ুন