Death

সিকিমে কাজে গিয়ে ধসের কবলে বাংলার শ্রমিকরা, মৃত্যু জলপাইগুড়ির পাঁচ জনের, আহত তিন

স্থানীয় সূত্রে খবর, বাংলার মোট ১১ জন শ্রমিক কাজ করতে গিয়েছিলেন। তাঁরা ধসের কবলে পড়েন। মৃত্যু হয় জলপাইগুড়ি জেলার বাসিন্দা ৫ জন শ্রমিকের।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২২ ১২:২৭
কাজ করতে গিয়ে ধসের কবলে পড়েন বাংলার শ্রমিকরা। প্রাণ হারিয়েছেন কয়েক জন।

কাজ করতে গিয়ে ধসের কবলে পড়েন বাংলার শ্রমিকরা। প্রাণ হারিয়েছেন কয়েক জন। —প্রতীকী চিত্র।

সিকিমের পেলিং স্কাইওয়াক এলাকায় কাজ করতে গিয়ে মৃত্যু হল বাংলার ৫ শ্রমিকের। আহত হয়েছেন অন্তত ৩ জন। শনিবার এই খবর পৌঁছতেই শোকস্তব্ধ জলপাইগুড়ির সদর ব্লক।

স্থানীয় সূত্রে খবর, বাংলার মোট ১১ জন শ্রমিক কাজ করতে গিয়েছিলেন। তাঁরা ধসের কবলে পড়েন। মৃত্যু হয় জলপাইগুড়ির ৫ জন শ্রমিকের। মৃতদের মধ্যে ২ জন এবং আহত ৩ জনের বাড়ি জলপাইগুড়ি জেলার সদর ব্লকের বারোপাটিয়া গ্রাম পঞ্চায়েতের ঝাকুয়াপাড়া এবং ধামিপাড়া গ্রামে। সূত্রের খবর, মৃতদের নাম রবি রায় (৩২), সুধরাম ওঁরাও (৪২)। আহতদের মধ্যে এক জনের পরিচয় সামনে এসেছে। তাঁর নাম প্রশান্ত রায়।

Advertisement

মৃতদের দেহ শনিবারই জলপাইগুড়িতে পৌঁছেছে। অন্য দিকে, আহতরা শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর।

আরও পড়ুন
Advertisement