By Election 2024

রবিবাসরীয় প্রচারে সব দলই

এ দিন মাদারিহাট সাপ্তাহিক হাটে ব্যবসায়ীদের সঙ্গে জনসংযোগ সারেন রাহুল লোহার। এর পরে রাঙালি বাজনা, ইসলামবাদ, মধ্য খয়েরবাড়ির বিভিন্ন প্রান্তে প্রচার চালান তিনি।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
মাদারিহাট শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ ০৬:৩১
প্রচারের ঝাঁঝ পাল্লা দিয়ে বাড়ছে।

প্রচারের ঝাঁঝ পাল্লা দিয়ে বাড়ছে। —প্রতীকী ছবি।

উপনির্বাচন যত এগিয়ে আসছে, প্রচারের ঝাঁঝ পাল্লা দিয়ে বাড়ছে মাদারিহাটে। এ দিন রবিবাসরীয় প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন ডান, বাম সব দলের প্রার্থীই। প্রচারের জন্য মাদারিহাটের সাপ্তাহিক হাটকে বেছে নিয়েছেন বিজেপি প্রার্থী রাহুল লোহার। আবার বাম প্রার্থী পদম ওরাওঁ প্রচার চালালেন গয়েরকাঁটা সাপ্তাহিক হাটে। অন্য দিকে, তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো সকালে দলীয় কাজ সেরে কিছু সময় প্রচার করে তার ফাঁকে দলের এক কর্মীর বাড়িতে ভাইফোঁটা নেন। সেখান থেকে বিশ্রামের জন্য বাড়ি ফিরে যান তিনি।

Advertisement

এ দিন মাদারিহাট সাপ্তাহিক হাটে ব্যবসায়ীদের সঙ্গে জনসংযোগ সারেন রাহুল লোহার। এর পরে রাঙালি বাজনা, ইসলামবাদ, মধ্য খয়েরবাড়ির বিভিন্ন প্রান্তে প্রচার চালান তিনি। সেখানে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হন তিনি। কেন্দ্রের উন্নয়ন এবং আগামী দিনে তাঁর কাজের খতিয়ানও তুলে ধরেন তিনি। অন্য দিকে, বামফ্রন্টের আরএসপি প্রার্থী পদম ওরাওঁ গয়েরকাটা হাটে দোকানে দোকানে প্রচার চালান। বিজেপি এবং কংগ্রেস উভয় দলের বিরুদ্ধে প্রচার চালান তিনি।

এ দিকে বিজেপি প্রার্থী রাহুলের হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রচারে আসার পরে, এ বার তৃণমূলের হয়ে মাদারিহাট বিধানসভায় প্রচারে আসতে পারেন হাওড়ার সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। তবে তৃণমূল সূত্রে খবর, কবে তিনি প্রচারে আসবেন সেই তারিখ এখনও ঠিক হয়নি। তৃণমূল প্রার্থীর প্রচারে মাদারিহাট ও বীরপাড়ায় রোড শো-ও করার কথা রয়েছে তাঁর। রবিবার ভাইফোঁটার দিনে মাদারিহাটে তৃণমূলের দলীয় বৈঠকে এই বিষয়ে আলোচনা হয় বলে দলের একাংশ জানিয়েছে।

গত লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার শহর-সহ জটেশ্বরে রোড শো করেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। সে সময় তাঁকে দেখতে ভিড় জমিয়ে ছিলেন প্রচুর সংখ্যক মানুষ। একই ভাবে, মাদারিহাট বিধনাসভায় রচনা প্রচারে এলে দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি, প্রচুর সাধারণ মানুষেরও ভিড় হবে বলে মনে করছে শাসক দলের জেলা নেতারা। এ বিষয়ে তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো বলেন, ‘‘এখনও কিছু নিশ্চিত হয়নি। তবে রচনা বন্দোপাধ্যায়ের প্রচার নিয়ে আলোচনা হয়েছে। তিনি প্রচারে এলে স্বাভাবিক ভাবে শক্তিবৃদ্ধি হবে আমাদের।’’

আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা বলেন, ‘‘এটা তৃণমূলের অভ্যন্তরীণ ব্যাপার। যাঁদের নিজের এলাকায় খুঁজে পাওয়া যায় না তাঁরা অন্য এলাকায় এসে প্রচার করবেন, এটা হাস্যকর ব্যাপার।’’

আরও পড়ুন
Advertisement