ঝুমুর আলিকে আদালতে নিয়ে যাচ্ছেন পুলিশকর্মী। এর পরই তিনি চম্পট দেন বলে দাবি পুলিশের। —নিজস্ব চিত্র।
আদালতে হাজির করানোর আগে সরকারি দফতরের সিলিং ভেঙে চম্পট দিল চুরির অভিযোগে অভিযুক্ত। সোমবার এই ঘটনা ঘটেছে কোচবিহারের তুফানগঞ্জে। পুলিশ ওই পলাতকের খোঁজ চালাচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম ঝুমুর আলি। তাঁকে রবিবার তুফানগঞ্জ থানার পুলিশ চুরির অপরাধে গ্রেফতার করে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, সোমবার তুফানগঞ্জ হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করানোর পর ঝুমুরকে নিয়ে যাওয়া হয় গভর্নমেন্ট রেজিস্টার্ড অফিস (জিআরও)-এ। তাঁকে কিছু ক্ষণের জন্য সেখানে রাখা হয়েছিল। কিন্তু আদালতে হাজির করানোর আগেই ওই দফতরের টিনের চাল সরিয়ে ঝুমুর পালিয়ে যান বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। আদালতে হাজির করানোর আগে বিচারাধীন বন্দিদের সাধারণত জিআরও-তে রাখা হয়। সোমবার সেখানেই রাখা হয়েছিল অভিযুক্তকে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি, খোঁজ চলছে পলাতকেরও। তুফানগঞ্জের এসডিপিও জ্যাম ইয়াং জিম্বা বলেন, ‘‘মহকুমাশাসকের দফতরে যে জিআরও রয়েছে সেখানে রাখা হয়েছিল তাঁকে। সেখান থেকে পালিয়ে যান তিনি।’’