Unnatural Death

খুনের পর গায়ে আগুন! অগ্নিদগ্ধ মহিলার দেহ উদ্ধার মালদহে, প্রেমঘটিত কারণে হত্যা?

স্থানীয় সূত্রে খবর, সকালবেলা এলাকার একটি আমবাগান থেকে পোড়া গন্ধ বেরোতে থাকে। এলাকাবাসীরা গিয়ে দেখেন, আমবাগানের ভিতরে একটি দেহ পুড়ছে। সঙ্গে সঙ্গে আগুন নেভানোর চেষ্টা করেন তাঁরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ২২:০৭
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রথমে ধারালো অস্ত্র দিয়ে খুন। তার পরে গায়ে আগুন। অগ্নিদগ্ধ মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল মালদহের চাঁচল থানা এলাকার কালীবাড়ি এলাকায়।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, সকালবেলা এলাকার একটি আমবাগান থেকে পোড়া গন্ধ বেরোতে থাকে। এলাকাবাসীরা গিয়ে দেখেন, আমবাগানের ভিতরে একটি দেহ পুড়ছে। সঙ্গে সঙ্গে আগুন নেভানোর চেষ্টা করেন তাঁরা। তত ক্ষণে শরীরে সম্পূর্ণ দগ্ধ হয়ে গিয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। কিন্তু দেহ পুড়ে যাওয়ায় এখনও শনাক্ত করা যায়নি মহিলাকে। ঘটনাস্থলটিও ঘিরে ফেলে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে রক্তমাখা ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। অনুমান, ওই অস্ত্র দিয়ে আগে খুন করা হয়েছিল মহিলাকে। তার পর তাঁর গায়ে আগুন দিয়ে দেওয়া হয়। দেহ উদ্ধার হওয়ার পরেই জেলার ১৫টি থানা এবং পড়শি রাজ্য বিহারের থানাকেও বিষয়টি জানানো হয়। কোনও মহিলা নিখোঁজ হয়েছেন কি না, তা খোঁজ নিয়ে জানাতে বলা হয়েছে তাদের।

তদন্তকারীদের অনুমান, প্রেমঘটিত কারণে মহিলাকে খুন করা হয়ে থাকতে পারে। তার পর প্রমাণ লোপাটের জন্য পোড়ানো হয়েছে দেহ। পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জানান, তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন