উত্তর-দক্ষিণ, দুই বঙ্গেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, দুর্যোগের আশঙ্কা নেই পাহাড়ি এলাকায়

উত্তরবঙ্গে সময়ে বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গে বর্ষা একটু দেরিতেই এসেছে। ফলে জুন মাসে তেমন বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মেলেনি গরম থেকে রেহাইও।

Advertisement
শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৪ ১০:১৭
North and South Bengal witness light to moderate rain on Tuesday

প্রতিনিধিত্বমূলক ছবি।

সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু কলকাতায়। কোথাও কোথাও আবার বৃষ্টি তেজ বেশি ছিল। আকাশে মেঘের আনাগোনা রয়েছে। ফলে সূর্যের দেখা মেলা ভার। শুধু কলকাতা নয়, বর্ষার বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাও। গত কয়েক দিন রোদের তেজ বেশি থাকায়, তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী ছিল, তবে বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছেন দক্ষিণবঙ্গের মানুষ। দক্ষিণবঙ্গের পাশাপাশি, উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে গত কয়েক দিন উত্তরবঙ্গে মূলত পাহাড়ি জেলাগুলিতে ভারী বৃষ্টির কারণে দুর্যোগের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, মঙ্গলবার থেকে তা পাল্টাচ্ছে। কোনও জেলাতেই ভারী বা অতি ভারী বৃষ্টির সতর্কতা নেই।

Advertisement

উত্তরবঙ্গে সময়ে বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গে বর্ষা একটু দেরিতেই এসেছে। ফলে জুন মাসে তেমন বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মেলেনি গরম থেকে রেহাইও। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও আবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।

মঙ্গলবার কলকাতার আকাশ মূলত মেঘলাই থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে দিনভর। সর্বাধিক তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। তবে তা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় কিছুটা বেশিই। আগামী কয়েক দিন কলকাতার আবহাওয়া পরিবর্তনের তেমন সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। তবে গত কয়েক দিনের তুলনায় কমবে বৃষ্টির পরিমাণ। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার-সহ উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বিক্ষিপ্ত ভাবে। ভারী বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। বৃষ্টির পরিমাণ কমায় তা উন্নতি হবে বলেই মত আবহাওয়াবিদদের।

আরও পড়ুন
Advertisement