Kidnap

‘ঋণখেলাপি’ বাইক বাজেয়াপ্ত করতে গিয়ে গুলিবিদ্ধ আর্থিক সংস্থার কর্মী, অপহৃত আরও এক

অপহরণের চার ঘণ্টার মধ্যে ঋণদানকারী সংস্থার অপহৃত কর্মীকে মালদহ জেলার কালিয়াচক থেকে উদ্ধার করে পুলিশ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৫ ১৬:৩৭
ঋণের কিস্তি আদায় করতে গিয়ে গণ্ডগোল।

ঋণের কিস্তি আদায় করতে গিয়ে গণ্ডগোল। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

ঋণ নিয়ে মোটরবাইক কিনে তার মাসিক কিস্তি মালিক শোধ করছিলেন না বলে অভিযোগ৷ তাই বাইক ফেরত নিতে এসেছিলেন ঋণদানকারী আর্থিক সংস্থার কর্মীরা৷ সেই কর্মীদের লক্ষ্য করেই গুলি চালানোর অভিযোগ উঠল বাইকের মালিক এবং তাঁর সঙ্গীদের বিরুদ্ধে৷ গুলিতে একজন আহত হয়েছেন৷ ওই ঋণদানকারী সংস্থার এক কর্মীকে অপহরণ করা হয় বলেও অভিযোগ৷ সোমবার বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে যায় মুর্শিদাবাদের নবগ্রামের জাতীয় সড়কের উপরে৷ অপহরণের চার ঘণ্টার মধ্যে ঋণদানকারী সংস্থার অপহৃত কর্মীকে মালদহ জেলার কালিয়াচক থেকে উদ্ধার করে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাস কয়েক আগে ঋণ নিয়ে একটি বাইক কিনেছিলেন এক যুবক। কিন্তু ঋণের কিস্তির টাকা দিতে পারছিলেন না তিনি। সোমবার বিকেলে নবগ্রামে জাতীয় সড়কের পাশে ওই যুবকের বাইক আটকে রাখেন ঋণদানকারী সংস্থার কর্মীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁরা বাইক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। অভিযোগ, সেই সময় ফিন্যান্স সংস্থার কর্মীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন বাইকের মালিক। অভিযুক্তের সঙ্গে ছিলেন আরও দু’জন। গুলিবিদ্ধ হন দীপ্তেশ মণ্ডল নামে ঋণদানকারী সংস্থার এক কর্মী। এর পরই ইন্দ্রজিৎ ঘোষ নামে আর এক কর্মীকে অপহরণ করার অভিযোগ ওঠে। চার ঘণ্টা পরে মালদহের কালিয়াচক থেকে অপহৃত কর্মীকে উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, অপহৃত যুবকের মোবাইলের টাওয়ারের অবস্থান দেখে তাঁকে উদ্ধার করা হয়৷ জাতীয় সড়কের পাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা কোথা থেকে অস্ত্র পেল, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন