West Bengal Panchayat Election 2023

দরজার সামনে সাদা থান, ধূপকাঠি, মিষ্টি আর গীতা! বাম জমানার ‘কৌশলের’ শিকার বিজেপি প্রার্থী

ভোটের সময় বিরোধী নেতাদের বাড়িতে সাদা থান পাঠানোর ‘সংস্কৃতি’ এ রাজ্যে নতুন নয়। বাম আমলে বিভিন্ন সময়ে এমন অভিযোগ তুলতে দেখা যেত বিরোধীদের।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শান্তিপুর শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৩ ১৯:২১
ভোটের সময় বিরোধী নেতাদের বাড়িতে সাদা থান পাঠানোর ‘সংস্কৃতি’ এ রাজ্যে নতুন নয়।

ভোটের সময় বিরোধী নেতাদের বাড়িতে সাদা থান পাঠানোর ‘সংস্কৃতি’ এ রাজ্যে নতুন নয়। নিজস্ব চিত্র।

বাড়ির মূল ফটকের সামনে সাজানো রয়েছে শ্রাদ্ধের সামগ্রী। সাদা থান, কাপড়ে জড়ানো তুলসি গাছ, ধূপকাঠি আর মিষ্টি। রয়েছে ভাগবত গীতাও। সকালে দরজা খুলে এ সব দেখেই আঁতকে উঠেছিলেন বিজেপি প্রার্থীর বাড়ির মহিলা সদস্য। শুক্রবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল নদিয়ার শান্তিপুরে।

ভোটের সময় বিরোধী নেতাদের বাড়িতে সাদা থান পাঠানোর ‘সংস্কৃতি’ এ রাজ্যে নতুন নয়। বাম আমলে বিভিন্ন সময়ে এমন অভিযোগ তুলতে দেখা যেত বিরোধীদের। তাঁদের অভিযোগ, বাড়িতে সাদা থান পাঠানোর অর্থ, বাড়ির কোনও পুরুষ ভোটে লড়লে বা ভোট দিতে গেলে তাঁর স্ত্রীর বৈধব্য অবশ্যম্ভাবী। ভোটের সময় এ ভাবে এলাকায় ত্রাস সৃষ্টি করা হত। ২০২৩-এর পঞ্চায়েত ভোটে সেই ‘সংস্কৃতি’ই ফের দেখা যাচ্ছে গ্রাম বাংলায়। প্রথমে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর। তার পরে হুগলির ধনেখালি। ত্রাস সৃষ্টির এই কৌশলের নতুন শিকার ফুলিয়া টাউনশিপের ২৮ নম্বর পঞ্চায়েত সমিতি আসনের বিজেপি প্রার্থী চঞ্চল চক্রবর্তী। জয়নগর, ধনেখালির মতো ফুলিয়াতেও ‘বাম জমানার সংস্কৃতি’ ফিরিয়ে আনার অভিযোগ উঠেছে শাসক তৃণমূলের বিরুদ্ধে।

Advertisement

চঞ্চলের অভিযোগ, ‘‘পঞ্চায়েত সমিতি আসনে আমার জয় নিশ্চিত, এটা বুঝতে পেরে নোংরা, নিম্নরুচির রাজনীতি করছে তৃণমূল। ওদের যেটুকু জনসমর্থন ছিল, সেটুকুও আর থাকবে না।’’ এই ঘটনাকে অবশ্য বিজেপির নাটক বলেই কটাক্ষ করছে শাসকদল। ওই আসনের তৃণমূলের প্রার্থী উৎপল বসাক বলেন, ‘‘ভোটে হার নিশ্চিত বুঝতে পেরে নানা রকম নাটক করছেন চঞ্চলবাবু। জনভিত্তি না থাকলে এ রকমই হয়।’’

আরও পড়ুন
Advertisement