West Bengal Panchayat Election 2023

ভোট প্রচারে ‘মৌনীবাবা’! নবদ্বীপে শাসকদলের প্রার্থী গুরুবারে মুখ খোলেন না, ভোট চাইলেন ইশারায়

ভোট প্রচারে এসে এক বারের জন্যও রা কাটতে দেখা গেল প্রার্থীকে। তাঁকে ঘিরে হাজার স্লোগানেও তিনি ‘মৌন’। শুধুই হাতে লেখা প্ল্যাকার্ড নিয়ে বাড়ি বাড়ি ঘুরে ফিরে গেলেন!

Advertisement
প্রণয় ঘোষ
নবদ্বীপ শেষ আপডেট: ২২ জুন ২০২৩ ২২:৪০
যাঁকে ঘিরে এত চর্চা, তিনি হলেন তৃণমূল প্রার্থী তরুণ সাহা।

যাঁকে ঘিরে এত চর্চা, তিনি হলেন তৃণমূল প্রার্থী তরুণ সাহা। নিজস্ব চিত্র।

ভোট প্রচারে এসে এক বারের জন্যও রা কাটতে দেখা গেল প্রার্থীকে। তাঁকে ঘিরে হাজার স্লোগানেও তিনি ‘মৌন’। শুধুই হাতে লেখা প্ল্যাকার্ড নিয়ে বাড়ি বাড়ি ঘুরে ফিরে গেলেন! তৃণমূল প্রার্থীর এ হেন ভোটপ্রচার দেখে স্বাভাবিক ভাবেই কৌতূহলী হয়ে পড়েন এলাকার মানুষ। রাস্তার দু’ধারে ভিড়ও জমান তাঁরা। বৃহস্পতিবার এমনই দৃশ্য দেখা গেল নদিয়ার নবদ্বীপের চরব্রহ্মনগর চর মাজাদিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ১৩৫ নম্বর বুথে। আর যাঁকে ঘিরে এত চর্চা, তিনি হলেন ওই বুথের তৃণমূল প্রার্থী তরুণ সাহা। তাঁর এমন প্রচার ‘কৌশল’ দেখে কটাক্ষ করতে শুরু করেছেন বিরোধীরা।

কিন্তু ভোট প্রচারে বেরিয়ে কেন ‘চুপ’ থাকলেন শাসকদলের প্রার্থী? এলাকায় খোঁজ করতে গিয়ে জানা গেল, প্রায় ৪৩ বছর ধরে প্রতি বৃহস্পতিবার মৌনব্রত পালন করে আসছেন তরুণ। পঞ্চায়েত ভোটের মুখে তো বাড়িতে বসে থাকা যায় না। তাই ব্রত মেনেই ভোটপ্রচারে বেরিয়েছেন শাসকদলের নেতা! তাঁর হয়েই বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়ে এলেন অনুগামীরা। তাঁরাই রাজ্যের তৃণমূল সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরলেন জনসমক্ষে। সেই সব অনুগামীরাই জানাচ্ছেন, নিজে এক বারেরও জন্যেও কথা বলে কারও কাছে ভোট চাননি তরুণ। শুধু হাতে নেড়ে ইশারা করে গেলেন। তাঁর গলায় একটি প্ল্যাকার্ড ঝোলানো ছিল। সেখানে লেখা ছিল— ‘‘বৃহস্পতিবার মৌনব্রত নিয়ে প্রচারে বেরিয়েছিল। আপনাদের আশীর্বাদই একমাত্র কাম্য। জোড়া ফুল চিহ্নে ভোট দিন।’’

Advertisement

এ ব্যাপারে তরুণের সঙ্গে যোগাযোগ করে আনন্দবাজার অনলাইন। কিন্তু মৌনব্রত থাকায় স্বাভাবিক ভাবেই তিনি ফোনে কথা বলতে চাননি। তবে হোয়াটসঅ্যাপে উত্তর দিয়েছেন। বলেছেন, ‘‘গুরুত্বপূর্ণ সময়ে দিন তো আর নষ্ট করা যায় না। আবার ৪৩ বছরের ব্রতও ভাঙতে পারব না। তাই কর্মীদের সাহায্য নিয়ে এ ভাবেই প্রচার চালালাম।’’

তৃণমূল প্রার্থীর এমন ‘মৌন’ প্রচার নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। ওই বুথের বিজেপি প্রার্থী দিলীপ সরকার বলেন, ‘‘রাজ্য জুড়ে তৃণমূল এত দুর্নীতি করেছে, তাই আর বলার কিছু নেই। তাই উনি মৌন ছিলেন।’’

আরও পড়ুন
Advertisement