Deaths

বাজ পড়ে প্রাণ গেল মুর্শিদাবাদের দুই কৃষকের, পিংলায় মৃত এক

মুর্শিদাবাদের হরিহরপাড়া এবং সাগরপাড়ায় বাজ পড়ে মৃত্যু হয়েছে দু’জনের। মৃত কৃষকের নাম শ্যামল মাল। তাঁর বয়স ৭২ বছর। আহত দুই কৃষকের নাম সুখেন মাল ও উম্মত শেখ। তাঁদের চিকিৎসা চলছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ২৩:৪১

— প্রতীকী চিত্র।

বাজ পড়ে বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদের দুই জায়গায় প্রাণ হারালেন দু’জন। তাঁরা দু’জনেই কৃষক। আহত হন আরও দু’জন। পিংলাতেও বজ্রাঘাতে মৃত্যু হয়েছে এক জনের।

Advertisement

মুর্শিদাবাদের হরিহরপাড়া এবং সাগরপাড়ায় বাজ পড়ে মৃত্যু হয়েছে দু’জনের। মৃত কৃষকের নাম শ্যামল মাল। তাঁর বয়স ৭২ বছর। আহত দুই কৃষকের নাম সুখেন মাল ও উম্মত শেখ। তাঁদের চিকিৎসা চলছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে তিন জন জমিতে চাষের কাজ করছিলেন। হঠাৎ শুরু হয় ঝড়-বৃষ্টি। তখন মাঠের কাছে একটি কুঁড়ে ঘরের ভিতরে প্রবেশ করেন তিন জন। সেখানেই বাজ পড়ে মারা যান শ্যামল মাল। আগুন ধরে যায় কুঁড়ে ঘরে। আহত হন অন্য দুই কৃষক। অন্যদিকে, সাগরপাড়া থানার অন্তর্গত সিং পাড়ায় বজ্রাঘাতে প্রাণ হারান বছর ৬২-র কুমারেশ ঘোষ। জমিতে চাষের কাজ করছিলেন। সে সময় বাজ পড়ে মৃত্যু হয় তাঁর। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে জানান।

পশ্চিম মেদিনীপুর জেলার পিংলায় বজ্রপাতে মৃত্যু হয়েছে চন্দন ঘাটা (৪০) নামে এক ব্যক্তির। তাঁর বাড়ি আগরপাড়া এলাকায়। বৃহস্পতিবার বিকেলে খড়্গপুর লোকাল থানার অন্তর্গত কৃষ্ণনগর এলাকায় একটি ইটভাটাতে কাজ করছিলেন চন্দন। বজ্রপাত শুরু হলে ইটভাটার কাছে একটি গাছের নিচে আশ্রয় নেন তিনি। তখনই বিপত্তি। চন্দনকে ইটভাটার শ্রমিকেরা মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement
আরও পড়ুন