Gold smuggling

নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের অভিযানে বাজেয়াপ্ত দু’কোটি টাকার সোনা!

সীমান্তরক্ষী বাহিনীর দক্ষিণ বঙ্গ ফ্রন্টিয়ারের অধীন নদিয়ার সীমান্ত চৌকি হালদার পাড়ার ৩২ ব্যাটালিয়নের জওয়ানেরা ২৬টি সোনার বিস্কুট আটক করে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কৃষ্ণনগর শেষ আপডেট: ১৩ মে ২০২৪ ১০:০০

—নিজস্ব চিত্র।

সীমান্তে ফের বড়সড় সাফল্য বিএসএফের। সীমান্তরক্ষী বাহিনীর দক্ষিণ বঙ্গ ফ্রন্টিয়ারের অধীন নদিয়ার সীমান্ত চৌকি হালদার পাড়ার ৩২ ব্যাটালিয়নের জওয়ানেরা ২৬টি সোনার বিস্কুট আটক করে। বিএসএফ সূত্রে খবর, চোরাকারবারীরা সোনার বিস্কুটগুলি বাংলাদেশ থেকে ভারতে পাচার করার চেষ্টা করছিল। বাজেয়াপ্ত হওয়া সোনার বিস্কুটের ওজন ৩.২০৮ কেজি। যার দাম দু’কোটি টাকারও বেশি।

Advertisement

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে সীমান্ত এলাকার দু’টি বাঁশ বাগান ও কলাবাগানে পৌঁছে যায় বিএসএফ। সীমান্তের কাঁটাতার টোপকে চার সন্দেহভাজন ব্যক্তিকে পাচারের উদ্দেশে এগিয়ে আসতে দেখেন জওয়ানেরা। কাঁটাতারের খুব কাছে চলে এলে জওয়ানেরা তাঁদের ধরার চেষ্টা করেন। পাল্টা আক্রমণের চেষ্টা চালান পাচারকারীর। আত্মরক্ষার্থে বিএসএফের কর্তব্যরত জওয়ানেরা শূন্যে এক রাউন্ড গুলি চালান। নিজেদের প্রাণ বাঁচাতে পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। কর্তব্যরত জওয়ানেরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২৬টি সোনার বিস্কুট উদ্ধার করে। সেগুলি পরবর্তীতে শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়।

বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ডিআইজি একে আর্য বলেন, ‘‘চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনা তার বড় প্রমাণ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement