Bomb Blast Case

বোমাভর্তি কৌটো নিয়ে খেলতে গিয়ে বিপত্তি, মুর্শিদাবাদের সালারে বিস্ফোরণে জখম দুই শিশু!

আবার বোমা বিস্ফোরণের ঘটনা মুর্শিদাবাদের সালারে। এ বার সকেট বোমা ফেটে গুরুতর জখম হল দুই শিশু। হাত-পা এবং শরীরের নানা অংশে আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তারা।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
সালার শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৩ ১২:৩৩
Boy injured after blast

হাসপাতালে বোমা বিস্ফোরণে আহত শিশুদের এক জন (বাঁ দিকে)। —নিজস্ব চিত্র।

আবারও বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে জখম হল দুই শিশু। এ বার ঘটনাস্থল মুর্শিদাবাদের সালার। ঘটনাস্থলে গিয়েছে পুলিশ বাহিনী। আহত দুই শিশু স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে সালার থানার কাগ্রাম অঞ্চলের বাবলা গ্রামের বাসিন্দা সাহিল শেখ এবং সাকিব শেখ নামের দুই শিশু একটি কৌটো নিয়ে খেলছিল। আচমকা সেই কৌটো থেকে বিস্ফোরণ হয়। রক্তাক্ত হয় দুই শিশু। তাদের উদ্ধার করে সালার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছে দু’জন। এলাকাবাসীর দাবি, গ্রামের বিভিন্ন জায়গায় পাঁচটি কৌটো পড়েছিল। খেলনা ভেবে খেলতে গিয়ে দুই শিশু জখম হয়েছে। পুলিশ সূত্রে খবর, সকেট বোমা ফেটে এই অঘটন ঘটেছে। তবে ওই বিস্ফোরক কোথা থেকে এল, কারা রেখে গিয়েছেন, তা এখনও অজানা। ইতিমধ্যে বাকি কৌটোগুলো উদ্ধারের কাজ চলছে।

Advertisement

দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে আহত দুই শিশুর পরিবার। তাদের অভিযোগ, এলাকায় বার বার এমন ঘটনা ঘটছে। উল্লেখ্য, কয়েক দিন আগেও সালারে বিস্ফোরক উদ্ধারের ঘটনা ঘটেছে। পাশাপাশি খেলনা ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বার বার শিশুরা বিপদের সম্মুখীন হচ্ছে। এর ফলে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। সালার থানার পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। কে বা কারা কোন উদ্দেশ্যে ওই বোমা রেখেছিল, সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন
Advertisement