আগ্নেয়াস্ত্র সমেত মুর্শিদাবাদে গ্রেফতার দুই, বাজেয়াপ্ত পিস্তল ও কার্তুজ

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
সুতি শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৩ ২৩:১৮

—প্রতীকী ছবি।

পুলিশের বিশেষ তল্লাশি অভিযানে আগ্নেয়াস্ত্র এবং গুলি-সহ গ্রেফতার হলেন দু’জন। ধৃতদের কাছ থেকে একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। ধৃতদের আদালতে পেশ করা হলে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে সুতি থানার অন্তর্গত কাদুয়া বিট হাউসের অফিসাররা ওই দুই সন্দেহভাজনকে আটক করে তল্লাশি করে। তাঁদের কাছে তল্লাশি চালিয়ে একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার হয়। বৃহস্পতিবার ধৃত দুষ্কৃতীদের জঙ্গিপুর আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃত দু’জনের নাম পলাশ শেখ এবং শঙ্কর প্রামাণিক। পলাশের বাড়ি বহুতালি-সাঁকোপাড়ায় এবং শঙ্করের বাড়ি বহুতালি-হালদারপাড়া। ধৃত দুই যুবকের কাছ থেকে একটি সেভেন এমএম পিস্তল, পাঁচ রাউন্ড গুলি এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ধৃতদের জেলে হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

জঙ্গিপুর পুলিশ জেলার সুপার ভিজি সতীশ বলেন, ‘‘গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে দু’জন সন্দেহভাজনকে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। তদন্ত চলছে।’’

আরও পড়ুন
Advertisement