TMC

ফের প্রকাশ্যে ‘জাকির-ইমামি দ্বন্দ্ব’! দায়িত্ব পেয়েই ব্লক কমিটি ভেঙে দিলেন জঙ্গিপুরের বিধায়ক

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
জঙ্গিপুর শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৩ ২৩:৩৫

—প্রতীকী ছবি।

দলের চেয়ারম্যান পদের দায়িত্ব নিয়ে সুতি এক নম্বর ব্লক কমিটি ভেঙে দিলেন বিধায়ক জাকির হোসেন। বুধবার জাকিরের ওই মৌখিক ঘোষণায় ফের সামনে এল ‘জাকির-ইমামি দ্বন্দ্ব’। রবিবার বিকেলে সুতি-১ ব্লকে আহিরণে এক যোগদান সভায় জাকির বলেন, “ সুতি এক নম্বর ব্লকের কমিটি ভেঙে দেওয়া হল। ব্লক সভাপতি দলকে সমর্থন করার বদলে দল ভাঙার কাজ করেছেন।” নাম না করে সিরাজুল ইসলামকেও কটাক্ষ করে জঙ্গিপুরের বিধায়ক। বলেন, “যার লোক নেই, সে নেতাও নয়।” পাশেই বসেছিলেন তৃণমূলের জঙ্গিপুর সংগঠনের সভাপতি খলিলুর রহমান।

Advertisement

তবে ওই ব্লকে দলের নতুন সভাপতি কে হবেন, তা নিয়ে কোনও নাম ঘোষণা করেননি জাকির। বলেন,” আপাতত দশ জনের একটি কমিটি তৈরি করে দেওয়া হবে। তাঁরাই ব্লক চালাবে।” কারও নাম না করে জাকির আরও বলেন, “মাননীয় মুখ্যমন্ত্রী সব জায়গায় স্বচ্ছ মুখ আনতে চাইছেন। আমরাও চাই না কোনও দুর্নীতিবাজ দলের মুখ হয়ে থাকুন। ভাল লোক দলের সামনে থাকবে। খারাপ লোক পিছনে থাকবে।”

পঞ্চায়েত নির্বাচনের পর সুতি ১ নম্বর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন নিয়ে জাকিরের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেছিলেন ব্লক সভাপতি সিরাজুল। তাঁর অভিযোগ ছিল, নিজের দলের সদস্যদের হারিয়ে জাকির অনুগামীরা কংগ্রেস ও বিজেপির সমর্থনে বোর্ড গঠন করেছে। ফোনে সুতির বিধায়ক ইমানি বিশ্বাস বলেন, “ব্লক কমিটি ভাঙার ক্ষমতা রাজ্য নেতৃত্বের আছে। দলের জেলা সভাপতি বা চেয়ারম্যানের নেই। রাজ্য থেকে ঘোষণা না করা পর্যন্ত সিরাজুলই ব্লক সভাপতি। কে কী বললেন, তাতে গুরুত্ব দিচ্ছি না।’’

আরও পড়ুন
Advertisement