West Bengal Panchayat Election 2023

ভোটপ্রচারের পর হামলা, রক্ত ঝরল তৃণমূল প্রার্থীর স্বামীর, মুর্শিদাবাদে অভিযুক্ত কংগ্রেস

পঞ্চায়েত ভোটের চার দিন আগে আবারও অশান্ত মুর্শিদাবাদ। তৃণমূল প্রার্থীর স্বামী এবং তৃণমূলের এক কর্মীকে বিনা মারধরের অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। আহতদের ভর্তি করানো হয় হাসপাতালে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৩ ১৯:১৪
TMC Candidate and worker is allegedly attacked by Congress

—প্রতীকী চিত্র।

প্রচার সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের আক্রমণে মাথা ফাটল এক তৃণমূল নেতার। অন্য আরেকটি ঘটনায় কংগ্রেস কর্মীদের আক্রমণে গুরুতর আহত এক তৃণমূল কর্মী। ভোটের চার দিন আগে এ নিয়ে উত্তেজনা মুর্শিদাবাদের খড়গ্রামে। আক্রান্ত তৃণমূল নেতার নাম ফারজুন শেখ। তিনি পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামী। অন্য ঘটনায় আহত হয়েছেন সিরাজুল শেখ নামে এক তৃণমূল কর্মী। এই দুই ঘটনায় এলাকায় উত্তেজনার পরিস্থিতির তৈরি হয়। মোতায়েন হয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, মুর্শিদাবাদের কাশীপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান তথা তৃণমূল প্রার্থী ফিরোজা বিবির স্বামী ফারজুন শেখ স্ত্রীর হয়ে প্রচার সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের হাতে তিনি আক্রান্ত হন বলে তৃণমূলের অভিযোগ। আহত তৃণমূল নেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্য দিকে মুর্শিদাবাদের খড়গ্রাম থানার রাহিগ্রামের তৃণমূল কর্মী সিরাজুল শেখও কংগ্রেস নেতাকর্মীদের দ্বারা আক্রান্ত হন বলে অভিযোগ। বাঁশ, লাঠি এবং বন্দুকের বাট দিয়ে তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে। আহত ওই কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। যদিও কংগ্রেসের বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করছেন জেলা নেতৃত্ব।

Advertisement

এ নিয়ে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন, ‘‘ভোটের আগে কংগ্রেস কর্মীসমর্থকদের মিথ্যা মামলায় ফাঁসাতে নোংরা চক্রান্তের খেলায় মেতেছে তৃণমূল। ভোট বাক্সে এর উল্টো প্রভাব পড়বে।’’ অন্য দিকে, মুর্শিদাবাদ জেলা তৃণমূলের চেয়ারম্যান অপূর্ব সরকার বলেন, ‘‘জেলার দুষ্কৃতীদের আশ্রয়স্থল কংগ্রেস। আবার সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে কংগ্রেসী গুন্ডারা। তবে মানুষের প্রতিরোধে তা সম্ভব হবে না।’’

Advertisement
আরও পড়ুন