Gangrapur Storm

ঝড়ে উড়ল চালা, উপড়ে পড়ল গাছ

পঞ্চায়েত ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রানাঘাট ২ ব্লকের দেবগ্রাম পঞ্চায়েতের তালপাড়া, মাঠপাড়া ও সমাদ্দারপাড়ায় এবং মাঝেরগ্রাম পঞ্চায়েতের পার্শনাথপুর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
গাংনাপুর শেষ আপডেট: ২১ মে ২০২৩ ০৯:০৬
ঝড়ে ক্ষতি। গাংনাপুরের দেবগ্রামে। নিজস্ব চিত্র

ঝড়ে ক্ষতি। গাংনাপুরের দেবগ্রামে। নিজস্ব চিত্র

ঝড়ে ক্ষতিগ্রস্ত হল গাংনাপুর থানার বিভিন্ন পঞ্চায়েত এলাকার কয়েকটি ঘর। ছিঁড়ে গিয়েছে বিদ্যুতের তার। শুক্রবার রাতে ঘটনার পর থেকে এলাকায় বিদ্যুৎবিভ্রাট দেখা দিয়েছে। বিদ্যুৎ ফেরাতে শনিবার বিদ্যুৎকর্মীরা কাজও শুরু করেছেন। পাশাপাশি এ দিনের ঝড়ে সমাদ্দারপাড়ায় মা ও মেয়ে আহত হন। তাঁদের বনগাঁ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পঞ্চায়েত ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রানাঘাট ২ ব্লকের দেবগ্রাম পঞ্চায়েতের তালপাড়া, মাঠপাড়া ও সমাদ্দারপাড়ায় এবং মাঝেরগ্রাম পঞ্চায়েতের পার্শনাথপুর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement

শনিবার সকালে দেবগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুবীর ধর ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়েছিলেন। তিনি বলেন, ‘‘কমপক্ষে ২০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের হাতে ২৫টি ত্রিপল তুলে দিয়েছি। ঘরের উপর লম্বু গাছ পড়ায় মা ও মেয়ে আহত হন। তাঁরা বনগাঁ হাসপাতালে ভর্তি।’’

মাঝেরগ্রাম পঞ্চায়েতের পার্শনাথপুর এলাকার বাসিন্দা তরুণ বিশ্বাস বলেন, ‘‘রাত সাড়ে ৭টা নাগাদ ঝড় উঠেছিল। সেই ঝড়ে ঘরের ক্ষতি হয়েছে। চার জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে গিয়েছে। তার পর থেকে এলাকায় বিদ্যুৎ চলে যায়।’’ ওই গ্রামের বাসিন্দা পেশায় দিনমজুর নিমাই রায় বলেন, ‘‘ঝড়ে আমার ঘরের চালা উড়ে গিয়েছে।’’

আরও পড়ুন
Advertisement