West Bengal Panchayat Election 2023

ভোট মিটতেই উত্তরবঙ্গে বদলি শান্তিপুরের বিডিও, শাসকের কথা না শোনার শাস্তি বলে দাবি বিজেপির

নদিয়া জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত তিন বছর ধরে শান্তিপুরের বিডিও ছিলেন প্রণয়। পঞ্চায়েত ভোটে শক্ত হাতে কাজও করেছিলেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শান্তিপুর শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৩ ২৩:১৩

—প্রতীকী ছবি।

পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনার দিন দফায় দফায় শাসকদলের প্রার্থী ও পোলিং এজেন্টদের সঙ্গে বচসায় জড়াতে দেখা গিয়েছিল তাঁকে। পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে নদিয়ার শান্তিপুর ব্লকের সেই বিডিও প্রণয় মুখোপাধ্যায়কে বদলি করা হল। তাঁকে পাঠানো হল উত্তরবঙ্গে। তাঁর স্থলাভিষিক্ত হলেন নদিয়ার ডিএম-ডিসি মহম্মদ সাব্বির আহমেদ মোল্লা। এই নির্দেশকে শাসকদলের কথায় প্রশাসন পরিচালনা করতে না পারার শাস্তি বলে কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি। পাল্টা তৃণমূলের দাবি, এটি সম্পূর্ণ সরকারি সিদ্ধান্ত। এতে দলের কোনও হস্তক্ষেপ নেই।

Advertisement

নদিয়া জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত তিন বছর ধরে শান্তিপুরের বিডিও ছিলেন প্রণয়। পঞ্চায়েত ভোটে শক্ত হাতে কাজও করেছিলেন তিনি। এমনকি, গণনার দিন দুষ্কৃতীদের বার বার ব্যালট বাক্স লুটের চেষ্টা রুখে দিয়েছিলেন বলে দাবি স্থানীয় সূত্রের। সেই প্রণয়কে এ বার দক্ষিণ দিনাজপুরের ডিএম-ডিসি করা হল।

প্রণয়ের বদলির প্রেক্ষিতে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন, ‘‘শাসকদলের কথায় ভোট কারচুপিতে অংশগ্রহণ না করায় শাস্তি দেওয়া হল বিডিও-কে। সেই সঙ্গে অন্য আধিকারিকদেরও তৃণমূলের আনুগত্যে থাকার বার্তা দেওয়া হল।’’ পাল্টা তৃণমূলের রানাঘাট সংগঠনিক জেলার সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘সরকারি আধিকারিক সরকারি সিদ্ধান্তে বদলি হয়। এখানে দলের কোনও ভূমিকা নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement