R G Kar Hospital Incident

মেডিক্যালে কেন অতিথি অভীক, প্রশ্ন

আমাদের হাঁটুর বয়সী, ছাত্রসম। একটাই উদ্দেশ্য আছে। তাদের মাধ্যমে এটা প্রমাণ করা যায় তাঁরা ক্ষমতাশালী।

Advertisement
সামসুদ্দিন বিশ্বাস
বহরমপুর শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ০৭:৪৮
বিরূপাক্ষ বিশ্বাস।

বিরূপাক্ষ বিশ্বাস। —ফাইল চিত্র।

শাসানি এবং হুমকির সংস্কৃতিতে (থ্রেট কালচারে) নাম জড়িয়েছে বিরূপাক্ষ বিশ্বাস এবং অভীক দে, সৌরভ পালদের মতো চিকিৎসক নেতাদের বিরুদ্ধে। আর সেই সব চিকিৎসক নেতাদের সঙ্গে নাম জড়িয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালেরও। অভিযোগ, অভীক দে, বিরূপাক্ষ বিশ্বাসদের মতো চিকিৎসক নেতাদের কনভোকেশন, প্রতিষ্ঠা দিবসের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। শুধু তাই নয়, তাঁরা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে সেই অনুষ্ঠানে এসেওছিলেন। এমনই অভিযোগ তুলেছেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকদের একাংশ।

Advertisement

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মাস কয়েক আগে বদলি হয়ে যাওয়া চিকিৎসক অধ্যাপক রঞ্জন ভট্টাচার্যের অভিযোগ, ‘‘অভীক দে, বিরূপাক্ষ বিশ্বাস, সৌরভ পালরা আমাদের ছাত্রসম, হাঁটুর বয়সী। এই সব চিকিৎসকদের কনভোকেশন এবং প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল।’’ রঞ্জন প্রশ্ন তুলেছেন, ‘‘প্রশ্নপত্র ফাঁস এবং গণটোকাটুকি, থ্রেট কালচার সিন্ডিকেটের যারা মাথা সেই অভীক দে, বিরুপাক্ষ বিশ্বাসকে কীভাবে কনভোকেশনের মুখ্য অতিথি করে আনা হল? কীভাবে সৌরভ পালকে আনা হল প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে। এদের যোগ্যতা কী? তাঁরা আমাদের হাঁটুর বয়সী, ছাত্রসম। একটাই উদ্দেশ্য আছে। তাদের মাধ্যমে এটা প্রমাণ করা যায় তাঁরা ক্ষমতাশালী। তার থেকে সুবিধা নিয়ে একটা প্রচ্ছন্নভাবে হুমকি দেওয়া যায়। তোমরা আমাদের সাথে থাক গণ টোকাটুকি, প্রশ্নপত্র ফাঁস, পোস্টিংয়ে তোমাদের সুবিধা হবে।’’

তবে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের বঙ্গীয় শাখার সহ সভাপতি তথা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক সুমন বিশ্বাস পাল্টা প্রশ্ন তুলেছেন, ‘‘উনি (রঞ্জন ভট্টাচার্য) যখন প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের সম্পাদক ছিলেন তখন আর জি করের অপসারিত অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভিডিয়ো বার্তা পোস্ট করেছিলেন। তখন সন্দীপ ঘোষের সঙ্গে তাঁর কী সম্পর্ক ছিল?’’ সুমন আরও বলেন, ‘‘প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে ওঁদের আমন্ত্রণ জানানো হয়নি। কনভোকেশনের ক্ষেত্রে আমি কোনও পদে ছিলাম না। ফলে এ বিষয়ে কিছু বলতে পারব না।’’

মুর্শিদাবাদ মেডিক্যালের এক জুনিয়র চিকিৎসক শিক্ষক দিবসের আগের দিন সমাজ মাধ্যমে চিকিৎসক নেতা বিরূপাক্ষ এবং অভীক দের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ অনুষ্ঠানের একটি অনুষ্ঠানের ছবি পোস্ট করে বলেছেন, ‘কাল শিক্ষক দিবস। আমার প্রোফাইলে থাকা সমস্ত শিক্ষককে বলছি বিশেষ করে। নিচের ছবি দুটো দেখুন। একটায় অভীক (অভীক দে) একটায় বিরূপাক্ষ (বিরূপাক্ষ বিশ্বাস)।’ সেখানেই তিনি প্রশ্ন তুলে বলেছেনে, একটা মেডিক্যাল কলেজের কনভোকেশন মানে কী? বিশ্ববিদ্যালয় হলে রাজ্যপাল, কলেজের হলে ন্যূনতম স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, না হলে ডিন এনারাই ডিগ্রি প্রদান করে আমরা সবাই জানি!...আর কিছু বলবেন?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement