নিজস্ব চিত্র
আসামিকে গ্রেফতার করা নিয়ে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধে উত্তপ্ত হয়ে উঠল কৃষ্ণগঞ্জ বিধানসভা এলাকার বাবলাবন এলাকা। রাতভর চলল তাণ্ডব। এলাকাবাসীর অভিযোগ, পুলিশ এসে অতর্কিতে ভেঙে দিয়েছে বাড়ি, দোকান। পাল্টা পুলিশ বলছে, আসামিকে গ্রেফতার করতে গেলে বাধা দিয়েছেন এলাকার বেশ কয়েকজন, বোমাও ছোড়া হয়েছে পুলিশকে লক্ষ্য করে।
এলাকার প্রত্যক্ষদর্শীদের দাবি, শুক্রবার রাত ১০টা নাগাদ, কৃষ্ণগঞ্জ বাবলাবন গ্রামে হঠাৎই পুলিশের গাড়ি এসে দাঁড়ায়। পুলিশকর্মীদের কেউ উর্দি পরে ছিলেন, কেউ ছিলেন সাধারণ পোষাকে। তাঁরা অতর্কিতে হাতে লাঠি নিয়ে, এলোপাথাড়ি কারওর টিনের বেড়া, কারওর কাঠের দরজা বা টালির চাল ভাঙতে থাকেন। কী কারণে এই এত পুলিশ মাঝরাতে গ্রামে এসেছে, স্পষ্ট করে বলেননি কৃষ্ণগঞ্জ থানা থেকে আগত পুলিশরা। গ্রামবাসীরা এও দেখেন, পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি বোমা ছোড়া হয়। এলাকাবাসীর অভিযোগ, পুরুষ পুলিশকর্মীরা মহিলাদের গায়ে হাত তোলেন।
অন্য দিকে কৃষ্ণগঞ্জ থানা সূত্রে দাবি করা হয়েছে, শুক্রবার এক আসামিকে গ্রেফতার করতে গেলে, ওই এলাকার বেশ কিছু যুবক বাধা দেন। তাঁরা ওই আসামিকে ছিনিয়ে নিয়ে যান এবং পালাতে সাহায্য করেন। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ির কাচ। সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে ২ জনকে গ্রেফতারও করা হয়। আপাতত গোটা গ্রামেই পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার সকাল থেকে পরিস্থিতি শান্তই আছে।