arrest

Arrest: বিয়েতে রাজি করাতে শিশু চুরি

চার মাসের শিশুটির বাড়ি নবগ্রাম থানায়। পাশেই থাকেন ওই তরুণী, যিনি সম্পর্কে শিশুটির জ্যাঠাইমা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
নবগ্রাম শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২১ ০৫:৪২
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

এক বিবাহিতা মহিলার সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল এক যুবকের। স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে থাকতে মরিয়া হয়ে উঠেছিলেন সেই তরুণীও। কিন্তু প্রেমিক কিছুতেই রাজি হচ্ছিল না বিয়ে করতে। তখন জায়ের শিশু সন্তানকে চুরি করে নিয়ে এসে সেই তরুণী প্রেমিকের কাছে দাবি করেন, এই শিশু তাঁরই। তাঁর দাবি ছিল, প্রেমিকই সেই শিশুর বাবা। কিন্তু তার পরেও উদ্দেশ্য সিদ্ধ হয়নি। প্রেমিক বিয়ে করতে চাননি। ওই তরুণী তখন চলে যান সোজা থানায়। সেখানে পুলিশের কাছে গিয়েও একই দাবি করেন। কিন্তু কিছু ক্ষণ পরেই বোঝা যায়, ওই শিশুটি চুরি করে আনা হয়েছে। শেষ পর্যন্ত দুই জেলার দুই থানার পুলিশের সাহায্যে শিশুকে ফিরে পান তার মা।

চার মাসের শিশুটির বাড়ি নবগ্রাম থানায়। পাশেই থাকেন ওই তরুণী, যিনি সম্পর্কে শিশুটির জ্যাঠাইমা। ছোট থেকেই জ্যাঠাইমা শিশুটিকে কোলেপিঠে করে রাখত বলে দু’জনের ঘনিষ্ঠতাও ভাল। শিশুটির মায়ের দাবি, ‘‘আমার জা পরিকল্পনা করেই শিশুর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে তাকে চুরি করে নিয়ে গিয়েছিল নিজের উদ্দেশ্য সিদ্ধ করবে বলে।’’ পুলিশ এরপরে জ্যাঠাইমার মোবাইল ট্র্যাক করতে শুরু করে। জানা যায় তিনি রয়েছেন বীরভূমের নানুরে। পুলিশ সেখানে হানা দেয়। সেই তরুণী আশ্রয় নেন এক প্রতিবেশীর বাড়িতে। সেখান থেকেই তিনি গ্রেফতার হন।

Advertisement

আরও পড়ুন
Advertisement