TMC

তৃণমূল প্রধানের বিরুদ্ধে অনাস্থা

অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় কোনও উন্নয়নমূলক কাজ করেননি ওই প্রধান।

Advertisement
নিজস্ব সংবাদদাতা 
নাকাশিপাড়া শেষ আপডেট: ০৪ জুলাই ২০২১ ০৬:৩৭
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

তৃণমূল-পরিচালিত মাঝেরগ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে দুর্নীতি জড়ানোর অভিযোগ করে তাঁর দলেরই কিছু সদস্য অনাস্থা আনলেন। অনাস্থা প্রস্তাব এনে তাঁরা লিখিত ভাবে জমা দিয়েছেন নাকাশিপাড়ার বিডিওর কাছে।

পঞ্চায়েত সূত্রের খবর, গত পঞ্চায়েত ভোটে ওই পঞ্চায়েতে মোট ১৫টি আসনের মধ্যে তৃণমূল ৮টি, বিজেপি ৪টি, কংগ্রেস ২টি ও সিপিএম ১টি আসনে জেতে। তৃণমূলের সদস্য ঝুমারানি সরকার প্রধান নির্বাচিত হন। পঞ্চায়েত সদস্যদের অভিযোগ, প্রধান হওয়ার পর থেকেই প্রধানের স্বামী ও প্রধান মিলে বিভিন্ন বেআইনি কাজকর্ম ও অর্থ নয়ছয় করছেন। এ ছাড়াও অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় কোনও উন্নয়নমূলক কাজ করেননি ওই প্রধান। অভিযোগ, প্রধান ও তাঁর স্বামী তৃণমূলের টিকিটে জিতেও নানা রকম দলবিরোধী কাজের সঙ্গে যুক্ত ও গত বিধানসভা ভোটেও দলের হয়ে তাঁরা কাজ করেননি। সেই কারণেই ছয়জন তৃণমূল সদস্য, এক জন কংগ্রেস ও এক জন সিপিএমের সদস্য এই আস্থা ভোটের প্রস্তাবে সই করেন।

Advertisement

ওই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের এক সদস্য আলাউদ্দিন মণ্ডল বলেন, ‘‘গত আড়াই বছরে এলাকায় কোনও উন্নয়ন হয়নি। নানা অর্থনৈতিক দুর্নীতির সঙ্গে জড়িত প্রধান ও তাঁর স্বামী। তিনি দলীয় সদস্যদের কোন সম্মান দেন না।’’

এই বিষয়ে পঞ্চায়েতের প্রধান ঝুমারানি সরকার বলেন, ‘‘আমি কোনও চিঠি এখনো পাইনি। দলের কিছু সদস্য যদি এমন কিছু করে থাকেন তা হলে কেন তা করছেন, আমার জানা নেই। দলের উচ্চ নেতৃত্ব তা দেখবেন।’’ নাকাশিপাড়ার বিডিও কল্লোল বিশ্বাস বলেন, ‘‘পঞ্চায়েতের বিধি অনুযায়ী ব‍্যবস্থা নেওয়া হবে।’’

আরও পড়ুন
Advertisement