Samsherganj

সামশেরগঞ্জে ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে রাজ্যের দুই প্রতিমন্ত্রী

বৃহস্পতিবার সকালে সামসেরগঞ্জের ধানঘরা, হিরানন্দপুর, ধুসরিপাড়া সহ বিভিন্ন এলাকা জলপথে পরিদর্শন করেন সাবিনা ইয়াসমিন ও মহম্মদ আখরুজ্জামান

Advertisement
নিজস্ব সংবাদদাতা
সামশেরগঞ্জ শেষ আপডেট: ১০ জুন ২০২১ ১৬:৪৯
সাবিনা ইয়াসমিন ও মহম্মদ আখরুজ্জামান ভাঙন এলাকা পরিদর্শনে

সাবিনা ইয়াসমিন ও মহম্মদ আখরুজ্জামান ভাঙন এলাকা পরিদর্শনে নিজস্ব চিত্র।

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে গঙ্গা ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে সেচ দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ও বিদ্যুৎ দফতরের প্রতিমন্ত্রী মহম্মদ আখরুজ্জামান। বৃহস্পতিবার সকালে সামসেরগঞ্জের ধানঘরা, হিরানন্দপুর, ধুসরিপাড়া-সহ বিভিন্ন এলাকা জলপথে পরিদর্শন করেন তাঁরা। তাঁদের সঙ্গে ছিলেন তৃণমূলের জেলা সভাপতি আবু তাহের খান, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, সামসেরগঞ্জের প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলাম, সুতির বিধায়ক ইমানি বিশ্বাস, ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম-সহ অন্যারা।

বেশ কয়েক দিন ধরেই সামশেরগঞ্জ ব্লকের ধানঘরা-সহ বিভিন্ন এলাকায় গঙ্গা ভাঙন শুরু হয়েছে। তলিয়ে যাচ্ছে জমি, ঘর-বাড়ি। কয়েকদিন আগেই ভাঙন প্রতিরোধে উপযুক্ত পদক্ষেপের দাবি জানান সামশেরগঞ্জের বাসিন্দারা। এর পর বৃহস্পতিবার ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে আসেন রাজ্যের দুই মন্ত্রী।

মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, ‘‘ভাঙন কবলিত এলাকাগুলোর পরিস্থিতি খুবই ভয়াবহ। আবার ভাঙন শুরু হলে প্রচুর বাড়ি তলিয়ে যাবে। খুব তাড়াতাড়ি কাজ শুরু করব। ২৭ কোটি টাকা বরাদ্দ করা আছে। অনুমতি পেলেই কাজ শুরু করে দেব।’’

Advertisement
আরও পড়ুন
Advertisement