Murshidabad

মুর্শিদাবাদে নতুন ভোটার লক্ষাধিক

চলতি বছর সেই সংখ্যাটি দাঁড়িয়েছে ৫৬ লক্ষ ৯৩ হাজার ৮১৮ জন। গত বছরের তুলনায় মহিলা ভোটার বেড়েছে ১৬ হাজার ৬৬৪ জন আর পুরুষ ভোটার বেড়েছে ২২ হাজার ৩৬০ জন।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
বহরমপুর শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৪ ২৩:৩৪

—ফাইল চিত্র।

জেলায় নতুন ভোটারের সংখ্যা লক্ষাধিক। জাতীয় ভোটার দিবস উপলক্ষে প্রশাসনিক স্তরে দিনটি মর্যাদার সঙ্গে পালিত হল বৃহস্পতিবার। বয়স ১৮ বছর হলেই ভোট দেওয়ার অধিকার জন্মায়। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০২৪ সালে সেই ভোটারের সংখ্যা এক লক্ষ ২২ হাজার ৮১৮ জন। ২০২৩ সালের পয়লা জানুয়ারি মুর্শিদাবাদ জেলায় ভোটারের সংখ্যা ছিল ৫৬ লক্ষ ৫৪ হাজার ৭৯১ জন।

Advertisement

চলতি বছর সেই সংখ্যাটি দাঁড়িয়েছে ৫৬ লক্ষ ৯৩ হাজার ৮১৮ জন। গত বছরের তুলনায় মহিলা ভোটার বেড়েছে ১৬ হাজার ৬৬৪ জন আর পুরুষ ভোটার বেড়েছে ২২ হাজার ৩৬০ জন। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, গত বছর মহিলা ভোটার ছিলেন ২৭ লক্ষ ৮৬ হাজার ৬৩৬ জন, পুরুষ ভোটার ছিলেন ২৮ লক্ষ ৬৮ হাজার ৫৭ জন।

চলতি বছরের তালিকা অনুযায়ী, জেলায় পুরুষ ভোটারের সংখ্যা ২৮ লক্ষ ৯০ হাজার ৪১৭ জন আর মহিলা ভোটারের সংখ্যা ২৮ লক্ষ ৩৩০ জন। গত বছরের তালিকা থেকে বাদ গিয়েছে ৩৭ হাজার ৬১১ জনের নাম। গত বছর তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ৯৮ জন। চলতি বছর আরও তিন জন তালিকায় যুক্ত হওয়ায় সংখ্যাটি ১০০ ছাড়িয়েছে। ২২১ জন মহিলা-সহ সার্ভিস ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ২০৬ জন।

আরও পড়ুন
Advertisement