Lifetime Imprisonment

কলাবাগানে উদ্ধার হয়েছিল নাবালিকার দেহ! দোষীকে যাবজ্জীবন সাজা শোনাল মুর্শিদাবাদের আদালত

২০২২ সালের ১৪ অগস্ট নিখোঁজ হয়েছিল এক নাবালিকা। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছিল আতিকুল ওরফে ভোলা নামের এক যুবককে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪ ০২:৪৫
বৃহস্পতিবার যাবজ্জীবন সাজা ঘোষণা হল আতিকুলের।

বৃহস্পতিবার যাবজ্জীবন সাজা ঘোষণা হল আতিকুলের। — প্রতীকী চিত্র।

কলাবাগানের মধ্যে পাতা দিয়ে ঢাকা ছিল পচা-গলা দেহ। মুর্শিদাবাদের ইসলামপুরের এক নাবালিকার খুনের ঘটনার সাজা ঘোষণা হল বৃহস্পতিবার। ২০২২ সালের ১৪ অগস্ট নিখোঁজ হয়েছিল এক নাবালিকা। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছিল আতিকুল ওরফে ভোলা নামের এক যুবককে। আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর বৃহস্পতিবার যাবজ্জীবন সাজা ঘোষণা হল আতিকুলের। মুর্শিদাবাদের লালবাগের ফার্স্ট ট্র্যাক কোর্টের বিচারক ঋষি কেশরীর এই রায়ে খুশি নাবালিকার পরিবার।

Advertisement

ম়ৃতার পরিবারের অভিযোগ ছিল, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকার সঙ্গে প্রেম করেছিলেন যুবক! ঘর বাঁধার স্বপ্ন দেখে যুবকের সঙ্গে ঘর ছেড়েছিল তাদের মেয়ে। এর পরে অনেক খোঁজাখুঁজির পরেও মেয়ের সন্ধান না পেয়ে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন নাবালিকার মা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করেছিল ওই যুবককে। পুলিশ সূত্রে খবর, ওই যুবককে জিজ্ঞাসাবাদের পরে লালবাগের এক কলাবাগান থেকে উদ্ধার হয় নাবালিকার পচা-গলা দেহ।

রায়ের পরে সরকারি আইনজীবী আরিফুজ্জামান বলেন, ‘‘রঞ্জিতপাড়ার কলাবাগান থেকে উদ্ধার হয়েছিল কলা পাতা দিয়ে ঢাকা নাবালিকার পচা ও গলা দেহ। পরিবার সেই দেহ শনাক্ত করেছিল। আসামির বয়ানের ভিত্তিতে নাবালিকার পার্সে থাকা দশ হাজার টাকা, সোনার গয়না ও ছবি উদ্ধার করা হয়েছিল।” তিনি জানান, ২০২২ সালের ১৪ অগস্টের খুনের ঘটনার ৮৬ দিনের মাথায় পুলিশ চার্জশিট দাখিল করেছিল। রায় ঘোষণার আগে আসামি কখনও জামিন পায়নি। বরাবর জেল হেফাজতেই ছিল।

Advertisement
আরও পড়ুন