Court

তিন জন পিটিয়ে খুনের ঘটনায় ১৯ জন দোষী সাব্যস্ত, সোমবার ঘোষণা হবে সাজা

২০১৫ সালে নদিয়ার কালিগঞ্জ জুরানপুরে ৪ মে বৈশাখী পূর্ণিমার পরের দিন মারু হাজরা, অসময় হাজরা, শান্ত হাজরা— একই দলিত পরিবারের ৩ জনকে নৃশংস ভাবে পিটিয়ে হত্যা করার অভিযোগ ওঠে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কৃষ্ণনগর শেষ আপডেট: ২৪ জুন ২০২৩ ২২:৫২

প্রতীকী ছবি।

আট বছর আগে কালীগঞ্জে গ্রাম্য বিবাদের জেরে তিন জনের খুন হওয়ার ঘটনায় ১৯ জনকে দোষী সাব্যস্ত করল কৃষ্ণনগর আদালত। শুক্রবার অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা হয়। আগামী সোমবার সাজা ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, ২০১৫ সালে কালীগঞ্জের জুড়ানপুর এলাকায় দুই গোষ্ঠীর গ্রাম্য বিবাদ চরম আকার ধারণ করে। ঘটনায় তিন জন খুন হয়েছিলেন। যার জেরে ১৯ জনকে গ্রেফতার করা হয়।

২০১৫ সালে নদিয়ার কালিগঞ্জ জুরানপুরে ৪ মে বৈশাখী পূর্ণিমার পরের দিন মারু হাজরা, অসময় হাজরা, শান্ত হাজরা— একই দলিত পরিবারের ৩ জনকে নৃশংস ভাবে পিটিয়ে হত্যা করার অভিযোগ ওঠে। সেই ঘটনার মামলা চলছিল কৃষ্ণনগর আদালতে।

Advertisement
আরও পড়ুন
Advertisement