India-Bangladesh

দীর্ঘ ১৫ মাস পর বাংলাদেশের জেল থেকে মুক্তি পেলেন এক ভারতীয় বন্দি

নদিয়ার চাপড়ার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কৃষি জমিতে শ্রমিকের কাজ করতে গিয়ে বিজিবির হাতে গ্রেফতার হয়েছিলেন। দীর্ঘ ১৫ মাস বাংলাদেশের জেলে কাটিয়ে অবশেষে মুক্তি পেলেন এক ভারতীয়।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কৃষ্ণগঞ্জ শেষ আপডেট: ০৬ মে ২০২৩ ২২:১৫
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নদিয়ার চাপড়ার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কৃষি জমিতে শ্রমিকের কাজ করতে গিয়ে বিজিবির হাতে গ্রেফতার হয়েছিলেন। দীর্ঘ ১৫ মাস বাংলাদেশের জেলে কাটিয়ে অবশেষে মুক্তি পেলেন এক ভারতীয়।

পুলিশ সূত্রে খবর, চাপড়া থানার ব্রহ্মনগর এলাকার বাসিন্দা পেশায় শ্রমিক নাসির শেখ ১৫ মাস আগে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ব্রহ্মনগর আনন্দবাস এলাকায় কৃষি জমিতে শ্রমিকের কাজ করতে গিয়ে বিজিবির হাতে গ্রেফতার হন। পরে তাঁকে বাংলাদেশ পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তাঁকে আদালতে পেশ করে। সীমান্ত পার করার অপরাধে আদালত নাসিরকে দু’মাস জেল হেফাজতের নির্দেশ দেয়। এর পর ভারত সরকারের উদ্যোগে দীর্ঘ ১৫ মাস পর বাংলাদেশ থেকে মুক্তি পান নাসির। শনিবার গেদে সীমান্ত দিয়ে তিনি দেশে ফেরেন। ভারত ও বাংলাদেশের দুই দেশের বিএসএফ ও বিজিবি সহ দুই দেশের পুলিশ প্রশাসনের উপস্থিতিতে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে তাঁকে ভারতে ফেরত পাঠানো হয়।

Advertisement

নাসির বলেন, ‘‘এত দিন পর বাড়িতে ফিরতে পেরে খুবই ভাল লাগছে।’’

আরও পড়ুন
Advertisement