Missing

স্বামী নার্সিংহোমে, চিকিৎসার জন্য রাখা টাকাপয়সা নিয়ে প্রেমিকের সঙ্গে পালানোর অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে

নদিয়ার শান্তিপুরের ঘটনা। স্ত্রী এবং তাঁর প্রেমিকের বিরুদ্ধে শান্তিপুর থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেছেন যুবক।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শান্তিপুর শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৩ ১৮:৩২

—প্রতীকী ছবি।

সাত মাস ধরে বিকল দুটো কিডনিই। সপ্তাহে তিন দিন চলে ডায়ালিসিস। বুধবারও নার্সিংহোমে ভর্তি ছিলেন যুবক। এই অবস্থায় স্বামীর চিকিৎসার জন্য প্রতিবেশীদের দেওয়া ৩০ হাজার টাকা আর সোনাগয়না নিয়ে প্রেমিকের সঙ্গে চম্পট দিলেন স্ত্রী! নদিয়ার শান্তিপুরের ঘটনা। স্ত্রী এবং তাঁর প্রেমিকের বিরুদ্ধে শান্তিপুর থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেছেন যুবক। রানাঘাট পুলিশ জেলার সুপার কে কান্নান বলেন, ‘‘নির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’’

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শান্তিপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের হাজি মহম্মদ মহসিন লেনের নিমতলার বাসিন্দা জুলফিকার আলি শেখের সঙ্গে ভালুকার যুবতী তামিনা খাতুনের সম্বন্ধ করে বিয়ে হয় বছর সাতেক আগে। অভাবের সংসারের হাল ফেরাতে স্ত্রীর কথায় দুবাইয়ে নির্মাণ শ্রমিকের কাজেও যান জুলফিকার। সাত মাস আগে যুবকের দু’টি কিডনি বিকল বলে ধরা পড়ে। এই সময়ের মধ্যেই স্থানীয় এক যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন স্ত্রী। ডায়ালিসিসের জন্য বুধবার কৃষ্ণনগরের একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছিল জুলফিকারকে। অভিযোগ, স্বামীর বাড়িতে না থাকার সুযোগ নিয়ে টাকাপয়সা নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যান তামিনা।

জুলফিকারের দাবি, পৈত্রিক জমি বিক্রির পাঁচ লাখ ও প্রতি মাসে নিয়ম করে স্ত্রীর অ্যাকাউন্টে সব মিলিয়ে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা দুবাই থেকে পাঠিয়েছিলেন তিনি। পরে লটারিতে জেতা ৭০ হাজার টাকাও স্ত্রীর হাতে তুলে দিয়েছিলেন। চিকিৎসার জন্য সেই টাকা ফেরত চাওয়ায় সম্প্রতির স্ত্রীর বাপের বাড়ির লোকেরা তাঁকে মারধরও। স্বামীর দাবি, সেই সব টাকাপয়সা আর গয়না নিয়েই প্রেমিকের সঙ্গে চম্পট দিয়েছেন স্ত্রী। এই ঘটনায় তামিনা এবং তাঁর প্রেমিকের বিরুদ্ধে শান্তিপুর থানায় প্রতারণার মামলা দায়ের করেছেন জুলফিকার। তিনি বলেন, ‘‘স্ত্রীকে ভালবেসে, বিশ্বাস করে সব টাকাপয়সা তুলে দিয়েছিলাম। আমি যখন অসুস্থ হলাম, তখন আমায় এই অবস্থায় ফেলে রেখে চলে গেল! ও ফিরে না এলেও আমার টাকাটা দিক। চিকিৎসার জন্য দরকার ওই টাকা।’’

আরও পড়ুন
Advertisement