এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।
পুলিশ এবং স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-র যৌথ অভিযানে ট্রাকের নীচে বিশেষ কায়দায় তৈরি গোপন কুঠুরি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ গাঁজা! রবিবার সকালে নদিয়া জেলার কৃষ্ণনগরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে ওই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। একটি চলন্ত ট্রাক থামিয়ে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে ৬৮ বস্তা মাদক! সব মিলিয়ে প্রায় এক কুইন্টাল ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। ঘটনায় ট্রাকের চালক-সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পাওয়া গিয়েছিল কৃষ্ণনগরের কোতোয়ালি থানার জোড়াকুটি এলাকা দিয়ে বিপুল পরিমাণে গাঁজা পাচার করার চেষ্টা হচ্ছে। সেই মতো বিশাল বাহিনী নিয়ে অভিযান শুরু করে এসটিএফ ও কোতোয়ালি থানার পুলিশ। সে সময় একটি ট্রাক ওড়িশার গঞ্জাম থেকে নদিয়ার করিমপুরের দিকে আসছিল। গাড়িটিকে আটক করতেই ভিতর থেকে বস্তা বস্তা গাঁজা উদ্ধার হয়, যার ওজন প্রায় এক কুইন্টাল ৩০ কেজি। সব মিলিয়ে উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য ছয় লক্ষ টাকারও বেশি।
ট্রাকের চালক ও খালাসিকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ধৃতদের মধ্যে এক জনের বাড়ি নদিয়ার পলাশিপাড়া থানা এলাকায়। অন্য জন মুর্শিদাবাদের ইসলামপুরের বাসিন্দা। ধৃতদের জিজ্ঞাসাবাদের পর প্রাথমিক ভাবে তদন্তকারীরা জানতে পেরেছেন, ওই বিপুল পরিমাণ মাদক ওড়িশা থেকে গাঁজা নিয়ে এসে করিমপুরের সীমান্ত এলাকায় দুই ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। স্থানীয় বাসিন্দাদের কেউ এই পাচার চক্রের সঙ্গে জড়িত কি না, তা জানতে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চাইছে পুলিশ। কৃষ্ণনগর পুলিশ জেলার ডেপুটি সুপারেনটেনডেন্ট অফ পুলিশ মুত্তাকিনুর রহমান বলেন, ‘‘গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন পণ্যবাহী ট্রাকটিকে আটক করা হয়। সেখানে তল্লাশি চালিয়ে গোপন কুঠুরিতে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে। দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এখনও তদন্ত চলছে।’’