পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন সত্তরোর্ধ্ব দিদা ও তাঁর খুদে নাতনি।
পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন সত্তরোর্ধ্ব দিদা ও তাঁর খুদে নাতনি। রবিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের তারবাগান এলাকায়।
মৃতদের নাম ৭৯ বছরের আসিয়া বিবি এবং আট বছরের তামান্না খাতুন। জানা গিয়েছে, রবিবার দুপুরে দিদা এবং নাতনি মিলে স্নান করতে যান বাড়ির পাশে একটি পুকুরে। স্নান করতে নেমে প্রথমে ডুবে যায় তামান্না। তখনই তাকে বাঁচাতে জলে ঝাঁপ দেন দিদা। নাতনিকে উদ্ধার করতে গিয়ে দু’জনে এক সঙ্গে ডুবে যান বলে খবর।
স্নান সেরে ফিরতে দেরি হওয়ায় বাড়ির লোকজনের সন্দেহ হয়। তত ক্ষণে পুকুরের জলে আসিয়াকে ভাসতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় বাড়িতে। এর পরই বাড়ির লোকজন ছুটে এসে আসিয়ার দেহ উদ্ধার করে। কিন্তু তখনও নিখোঁজ তামান্না। শেষমেশ পুকুরে জাল ফেলে তাকে উদ্ধার করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় ডোমকল থানার পুলিশ। জলে ডুবেই দু’জনের মৃত্যু হয়েছে বলে পুলিশকে জানিয়েছে পরিবার।