নিয়োগ কবে? প্রশ্ন তুলে বিক্ষোভ প্রাথমিকের সভাপতিকে ঘিরে

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
বহরমপুর শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৪ ২৩:২০

ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে এসেও টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের ক্ষোভের মুখে পড়তে হল প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালকে। ২০২২ সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এমন বেশ কয়েক জন তরুণ-তরুণী শনিবার ঘিরে ধরেন গৌতমকে। প্রায় দেড় বছর কেটে গেলেও এখনও কেন ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি জারি হল না, সেই প্রশ্ন তোলেন তাঁরা। তাঁদের সভাপতি জানান, নিয়োগ নিয়ে কোনও তাড়াহুড়ো নয়।

Advertisement

শনিবার বহরমপুর স্টেডিয়ামে ৩৯তম রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান ছিল। সেখানেই উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম। ব্রাত্যের কাছেও দ্রুত তাঁদের চাকরির বিষয়টির দ্রুত নিষ্পত্তির দাবি জানান চাকরিপ্রার্থীরা।

গৌতম তাদের বারবার বোঝাতে থাকেন, তাড়াহুড়ো করে কিছু করা যাবে না। এটা একটা প্রক্রিয়া। যদি সুপ্রিম কোর্ট কোনও কারণে স্থগিতাদেশ দিয়ে দেয়, তা হলে চাকরিপ্রার্থীরাই অসুবিধায় পড়ে যাবেন। তিনি বলেন, ‘‘আপনাদের মেধা আছে। তাই পরীক্ষায় পাশ করেছেন। একটু অপেক্ষা করুন। নিয়মমাফিক সব করা হবে। আমরা এমন কিছু করবেন না, যাতে আপনারাই বিপদে পড়ে যান।’’

আরও পড়ুন
Advertisement