Arrest

বাইকে ব্যাগভর্তি বিয়ারের ক্যান! বিহারের চার যুবককে গ্রেফতার করল ফরাক্কা থানার পুলিশ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ১০টা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কা থানার পুলিশ এনটিপিসি মোড় স্বপ্ন এলাকায় গাড়ি তল্লাশি শুরু করে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
ফরাক্কা শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৩ ২২:৩৬
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

চারটি ব্যাগে থরথরে সাজানো বিয়ার ক্যান। একটি-দু’টি নয়, ১৪০টি অবৈধ বিয়ার ক্যান-সহ বিহারের চার যুবককে গ্রেফতার করেছে মুর্শিদাবাদের ফরাক্কা থানার পুলিশ। বিয়ার ক্যানের কোনও বৈধ নথি দেখাতে না পারায় তাঁদের গ্রেফতার করা হয়েছে বলে দাবি পুলিশের। ধৃতদের রবিবার জঙ্গিপুর মহকুমা আদালতে হাজির করানো হয়। বিচারক তাঁদের সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ১০টা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কা থানার পুলিশ এনটিপিসি মোড় স্বপ্ন এলাকায় গাড়ি তল্লাশি শুরু করে। দু’টি বাইকে আসা চার জন যুবকের গতিবিধি থেকে সন্দেহ হয় পুলিশের। বাইকে ঝোলানো দু’টি ব্যাগ খুলে তল্লাশি করতেই উদ্ধার হয় ১৪০টি বিয়ারের ক্যান।

Advertisement

পুলিশ জানিয়েছে, দু’টি বাইকও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতেরা জেরায় জানিয়েছেন, তাঁরা প্রত্যেকেই বিহারের বাসিন্দা।

আরও পড়ুন
Advertisement