Congress

পঞ্চায়েতের ভোটের আগে প্রাক্তন মন্ত্রী কংগ্রেসে, বহরমপুরে অধীরের সভায় হাত শিবিরে যোগ

বৃহস্পতিবার বহরমপুরের টেক্সটাইল কলেজ মোড়ে প্রদেশ সভাপতি অধীর চৌধুরীর সভায় হাত শিবিরে যোগ দেন ফরোয়ার্ড ব্লক নেতা হাফিজ।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
বহরমপুর শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২২ ২৩:১৭
মুর্শিদাবাদে কংগ্রেস শিবিরে যোগ দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী নেতা হাফিজ আলম সৈরানি।

মুর্শিদাবাদে কংগ্রেস শিবিরে যোগ দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী নেতা হাফিজ আলম সৈরানি। নিজস্ব চিত্র।

পঞ্চায়েত ভোটের আগে মুর্শিদাবাদে কংগ্রেস শিবিরে যোগ দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী নেতা হাফিজ আলম সৈরানি। বৃহস্পতিবার বহরমপুরের টেক্সটাইল কলেজ মোড়ে প্রদেশ সভাপতি অধীর চৌধুরীর সভায় হাত শিবিরে যোগ দেন ফরোয়ার্ড ব্লক নেতা হাফিজ। ঘটনাচক্রে, গত মাসেই কংগ্রেসে যোগ দিয়েছিলেন তাঁর ভাইপো প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজ।

প্রাক্তন বিধায়ক রামজের কংগ্রেসে যোগদানের পর থেকেই হাফিজের যোগদানের সম্ভাবনা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। গত বিধানসভা নির্বাচন এবং পুরভোটে পর্যুদস্ত হওয়ার পর পঞ্চায়েত নির্বাচনের আগে প্রাক্তন মন্ত্রীর দলে যোগদান হাত শিবিরে অক্সিজেন জোগাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। সৈরানি ছাড়াও অধীরের সভায় তৃণমূলের বেশ কয়েক জন কর্মী-সমর্থক কংগ্রেসে যোগ দিয়েছেন। সভামঞ্চে অধীর ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ মালদহের সাংসদ আবু হাসেম খান এবং বাংলা কংগ্রেসের পর্যবেক্ষক তথা সাংসদ চেল্লা কুমার।

Advertisement

কংগ্রেসের এই সভাকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ বাম ও তৃণমূল। তৃণমূলের মুর্শিদাবাদ জেলা চেয়ারম্যান আবু তাহের খান বলেন, ‘‘কয়েকটা ছোট নেতাকে নিয়ে মুর্শিদাবাদে নির্বাচনে জেতা যাবে না। অধীর চৌধুরীর ভাঁওতাবাজি সবাই ধরে ফেলেছে।’’ বাম মন্ত্রীর কংগ্রেসের যোগদান প্রসঙ্গে সিপিএমের মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামির মোল্লা বলেন, ‘‘বামেরা কোনও দল নয়। এটি একটি আদর্শ। সুবিধাবাদী মানুষজনের পক্ষে এই আদর্শ লালন করা খুব কঠিন।’’

আরও পড়ুন
Advertisement