Fire

বহরমপুরের চানাচুর ফ্যাক্টরিতে বিধ্বংসী আগুন, দু'ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রাথমিক ভাবে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও নিয়ন্ত্রণে আনা যায়নি আগুন। খবর দেওয়া হয় দমকলে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
বহরমপুর শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৩ ২৩:৫৯
Fire

প্রতীকী ছবি।

বহরমপুরের চুনাখালি এলাকায় একটি চানাচুর কারখানায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার রাতে কারখানা বন্ধ হওয়ার পর আগুন দেখতে পান স্থানীয়রা। প্রাথমিক ভাবে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও নিয়ন্ত্রণে আনা যায়নি আগুন। খবর দেওয়া হয় দমকলে। কিছুক্ষণের মধ্যেই বহরমপুর থেকে দু’টি দমকল ইঞ্জিন গিয়ে আগুনে নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি থাকায় আরও একটি ইঞ্জিন নিয়ে আসা হয়। ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কারখানার কর্মী স্বদেশ সাহা বলেন, “রাতে কারখানার কাজ বন্ধ হয়ে গিয়েছিল। তারপর আগুন দেখা যায়। মনে হচ্ছে শর্ট সার্কিট থেকে কোনও ভাবে আগুন লেগে থাকতে পারে। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।”

Advertisement
আরও পড়ুন
Advertisement