Marriage Cancelled

‘অশান্ত জায়গায় মেয়ের বিয়ে দেব না’! বিয়ের আগে পাত্রীপক্ষের বার্তা, মাথায় হাত মুর্শিদাবাদের কার্তিকের

মুর্শিদাবাদের জাফরাবদে গোষ্ঠী সংঘর্ষে খুন হয়েছেন বাবা ও ছেলে। ওই গ্রামের ঠিক পাশেই রানিপুর গ্রাম। সেই গ্রামেও ঘটেছে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের মতো ঘটনা। কার্তিকের বাড়ি ওই গ্রামেই।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ২২:৪২

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছে। প্রস্তুতিও সারা। হঠাৎ বেঁকে বসল পাত্রীপক্ষ। বিয়ের ১৯ দিন আগে ঝাড়খণ্ড থেকে পাত্রী বাবা জানিয়ে দিলেন, এই বিয়ে হবে না! কারণ? পাত্রের বাড়ি মুর্শিদাবাদের শমসেরগঞ্জ। গত কয়েক দিন ধরে ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় উত্তপ্ত হয়েছিল যে অঞ্চল। পাত্রীপক্ষের এমন কথা শুনে মাথায় হাত পড়েছে পাত্রপক্ষের। পাত্র কার্তিক দাসের মন খারাপ।

Advertisement

গত ১২ এপ্রিল মুর্শিদাবাদের জাফরাবদে গোষ্ঠী সংঘর্ষে খুন হয়েছেন বাবা ও ছেলে। ওই গ্রামের ঠিক পাশেই রানিপুর গ্রাম। সেই গ্রামেও ঘটেছে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের মতো ঘটনা। কার্তিকের বাড়ি ওই গ্রামেই। আগামী ২৬ বৈশাখ তাঁর বিয়ে ছিল। পাত্রীর বাড়ি ঝাড়খণ্ড রাজ্যে। কিন্তু পাত্রের এলাকায় অশান্তির খবর পেয়ে মেয়ের বিয়ে দিতে বেঁকে বসেছেন পাত্রীর বাবা।

কার্তিকের পরিবার সূত্রে খবর, বিয়ের নিমন্ত্রণপত্র ছাপানো হয়ে গিয়েছে। বিয়েবাড়ির প্যান্ডেলের বায়না দিয়ে দেওয়া হয়েছে। খাবারের মেনু তৈরি। পাচককেও বলা হয়ে গিয়েছে। শেষ মুহূর্তে এমন ধাক্কায় চিন্তায় পাত্রের পুরো পরিবার। কার্তিকের এতটাই মনখারাপ যে তিনি আর কিছু বলতেই চান না। সোমবার তাঁর বলেন, ‘‘বিয়ে ভেঙে গিয়েছে। ওরা (পাত্রীপক্ষের) এখন ভয়ে পেয়ে বিয়ে দিচ্ছে না। ওই সব মারামারি, কাটাকাটি হয়েছে। সেই ভয়েই বলছে, এখানে বিয়ে দেবে না। কী যে করি এখন।’’

Advertisement
আরও পড়ুন