Suvendu Adhikari

‘পুলিশ সুপারের নির্দেশেই বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলা’, অভিযোগ শুভেন্দুর

শুভেন্দু বলেন, ‘‘আমি আসব জেনে প্রশাসনির কর্তারা আগেভাগেই পালিয়ে গিয়েছে। মিথ্যে মামলা দেওয়া বন্ধ করতে বলেছি। কৃষ্ণনগর সংশোধনাগারের অফিসারের সঙ্গেও কথা বলেছি।’’

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কৃষ্ণনগর শেষ আপডেট: ২০ জুন ২০২১ ০০:৪৬

নিজস্ব চিত্র।

মিথ্যে মামলা দেওয়া হচ্ছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এবং পুলিশ সুপারের নির্দেশেই তা হচ্ছে। শনিবার নদীয়ার কৃষ্ণনগরে এসে অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বিষয়টি নিয়ে আগামী দিনে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, ‘‘এর জন্য পিসি-ভাইপোকে দোষ দিয়ে লাভ নেই। এসপি, আইএএস-দের নির্দেশেই এই ধরনের ঘটনা ঘটছে।’’ কৃষ্ণনগরের মণ্ডল সভাপতি মানিক সরকারের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করেন শুভেন্দু। জেলার এসপি, আইসি এবং ডিএম-এর সঙ্গেও দেখা করেন।

Advertisement

শুভেন্দু বলেন, ‘‘আমি আসব জেনে প্রশাসনির কর্তারা আগেভাগেই পালিয়ে গিয়েছে। মিথ্যে মামলা দেওয়া বন্ধ করতে বলেছি। কৃষ্ণনগর সংশোধনাগারের অফিসারের সঙ্গেও কথা বলেছি।’’

আরও পড়ুন
Advertisement