West Bengal Panchayat Election 2023

ডানে দাদা, বামে ভাই, দুই ভাইয়ের ভোটযুদ্ধ তাড়িয়ে উপভোগ করছে তেহট্ট

গ্রাম পঞ্চায়েতে সিপিএমের প্রার্থী হয়েছেন ভাই। সেই এলাকাতেই আবার পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের জোড়াফুল প্রতীকে দাঁড়িয়েছেন দাদা।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
তেহট্ট শেষ আপডেট: ২৬ জুন ২০২৩ ২০:৩৮

প্রতীকী ছবি।

গ্রাম পঞ্চায়েতে সিপিএমের প্রার্থী হয়েছেন ভাই। সেই এলাকাতেই আবার পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের জোড়াফুল প্রতীকে দাঁড়িয়েছেন দাদা। নদিয়ার তেহট্ট-১ ব্লকের বেতাই-২ গ্রাম পঞ্চায়েতে দুই ভাইয়ের লড়াই ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে। লড়াই রাজনৈতিক হলেও তাঁদের ব্যক্তিগত সম্পর্কে কোনও প্রভাব পড়বে না বলেই জানিয়েছেন দু’জনে।

তেহট্ট-১ ব্লকের বেতাই-২ গ্রাম পঞ্চায়ে সমিতির ১২ নম্বর আসনে তৃণমূলের প্রার্থী হয়েছেন উৎপল বিশ্বাস। ওই পঞ্চায়েতেরই ১৭১ নম্বর বুথে সিপিএম প্রার্থী ভাই প্রকাশ বিশ্বাস। এই বুথ ওই পঞ্চায়েত সমিতির মধ্যেই পড়ে। পরিবার সূত্রে খবর, দুই ভাই দুই দল করলেও কোনও দিন তাঁদের মধ্যে অশান্তি হয়নি। তাই দু’জনেই জানাচ্ছেন, তাঁরা ভোটে আলাদা দলের হয়ে দাঁড়ালেও সম্পর্ক একই থাকবে। উৎপল বলেন, ‘‘আমাদের পরিবার দক্ষিনপন্থী পরিবার। আমি ছোট থেকেই তৃণমূল করি। এর আগেও আমি পঞ্চায়েতে দাঁড়িয়ে জিতেছিলাম। এ বার দল আমাকে পঞ্চায়েত সমিতিতে টিকিট দিয়েছে। তবে আমাদের দেশ গণতান্ত্রিক। তাই যে কেউ যে কোনও দলের হয়ে ভোটে দাঁড়াতে পারে। সেখানে বলার কিছু নেই। ভাই তার রাজনৈতিক মতাদর্শ নিয়ে সিপিএমে দাঁড়িয়েছে। এতে আমার বলার কিছু নেই। তবে এরজন্য আমাদের সম্পর্কের কোন প্রভাব পড়বে না।’’

Advertisement

প্রকাশ প্রথম বার ভোটে লড়ছেন। তিনি বলেন, ‘‘আমরা দক্ষিনপন্থী রাজনীতিতে বিশ্বাসী হলেও ছোট থেকে আমি বাম নীতি-আদর্শে বিশ্বাসী। যে ভাবে চাকরিতে দুর্নীতি হয়েছে, কয়লা, গরু এমনকি একশো দিনের কাজে চুরি হয়েছে, তার পরে আর ওই দলে কোনও শিক্ষিত মানুষ ভোটে দাঁড়াবে, ভাবা যায় না। আমি এর প্রতিবাদে এ বার সিপিএমের হয়ে ভোটে দাঁড়িয়েছি। তবে এতে আমার আর দাদার মধ্যে সম্পর্ক খারাপ হওয়ার কোনও প্রশ্ন নেই।’’

আরও পড়ুন
Advertisement