Idris Ali

হুমায়ুন-বিতর্কের পর বন্ধ বিধায়ক ইদ্রিসের জন্মদিনের এলাহি আয়োজন! মমতার নির্দেশের জের?

আমন্ত্রিতের সংখ্যা কয়েক হাজার থেকে কয়েক শ’য়ে নেমে এসেছে। মেনুতেও হয়েছে কাটছাঁট। ভাত, ডাল, ভাজা, মাংস, চাটনি পাপড়ের মতো সাধারণ পদেই সীমিত রাখা হয়েছে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
ভগবানগোলা শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৩ ২৩:১৭
ইদ্রিস আলির জন্মদিন উদ্‌যাপন। নিজস্ব ছবি।

ইদ্রিস আলির জন্মদিন উদ্‌যাপন। নিজস্ব ছবি।

নিজের জন্মদিনে ১০ লাখ টাকা খরচ নিয়ে বিতর্কে জড়িয়েছেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তা নিয়ে শোরগোলের আবহে চর্চায় উঠে এল জেলার আরও এক তৃণমূল বিধায়ক ইদ্রিস আলির জন্মদিন উদ‌্‌যাপন।

জেলা তৃণমূলের অন্দরের খবর, হুমায়ুনের মতো ইদ্রিসের জন্মদিন উপলক্ষে বুধবার এলাহি আয়োজন করা হয়েছিল। বড় কেক কাটা থেকে শুরু করে কয়েক হাজার লোকের পাত পেড়ে চর্ব্য-চোষ্য খাওয়া, সব কিছুরই ব্যবস্থা ছিল। কিন্তু শেষ পর্যন্ত দলের শীর্ষ নেতৃত্বের কড়া নির্দেশের পরেই তা বাতিল করা হয়েছে। আমন্ত্রিতের সংখ্যা কয়েক হাজার থেকে কয়েক শ’য়ে নেমে এসেছে। মেনুতেও হয়েছে কাটছাঁট। ভাত, ডাল, ভাজা, মাংস, চাটনি পাপড়ের মতো সাধারণ পদেই খাওয়াদাওয়া সীমিত রাখা হয়েছে। তবে কর্মী-সমর্থকদের আনা পেল্লায় কেকটি নিজের হাতেই কেটেছেন ইদ্রিস।

Advertisement

বিধায়ক বলেন, ‘‘৩০ ডিসেম্বর আমার জন্মদিন ছিল। দলীয় কর্মসূচিতে ২ তারিখ পর্যন্ত ব্যস্ত থাকার কারণে বিধানসভা কেন্দ্রে ফিরতে পারিনি। এখন ফিরেছি বলেই স্থানীয় ব্লক ও অঞ্চল নেতৃত্ব আমার জন্মদিনে কিছু আয়োজন করেছে। কয়েকশো লোক ডাকা হয়েছিল। আর সবটাই করেছেন অঞ্চল সভাপতি ও ব্লক সভাপতি।’’

গত সোমবারই নজরুল মঞ্চে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতাদের উদ্দেশে বারবার ব্যয়সঙ্কোচ, লোভ সংবরণের কথা বলেছেন। তৃণমূল সূত্রে খবর, তার পরেও হুমায়ুন যে ভাবে বিপুল টাকা খরচ করে নিজের জন্মদিন পালন করলেন, তাতে বেজায় ‘ক্ষুব্ধ’ হয়েছেন দলের শীর্ষ নেতৃত্ব। তার মধ্যেই ইদ্রিসের জন্মদিন পালনের বিষয়টি চাউর হয়ে যায়। দলের এক রাজ্য নেতা বলেন, ‘‘আবাস-দুর্নীতির অভিযোগ ঘিরে এমনতিই স্থানীয় স্তরে ক্ষোভ তৈরি হয়েছে। আবার সামনেই পঞ্চায়েত ভোট! তার আগে লক্ষাধিক টাকা ব্যয়ে বিদেশ থেকে শিল্পী এনে বিধায়কদের এই ভাবে জন্মদিন পালন জনমানসে ভুল বার্তা দিতে পারে। তাই এ ব্যাপারে কড়া ভাবে সতর্ক করেছেন শীর্ষ নেতৃত্ব।’’ নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলা নেতার আবার দাবি, ‘‘স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই ইদ্রিস আলিকে ফোন করে ঘটা করে জন্মদিন পালন করতে বারণ করেছেন।’’

ইদ্রিসের জন্মদিন মনের মতো করে পালন করতে না পারায় ‘হতাশ’ ভরতপুর ১ নম্বর ব্লকের সভাপতি আহসানুর রহমান। তিনি বলেন, ‘‘বিরাট বড় একটা কেক এনেছিলাম। আরও ঘটা করে বিধায়কবাবুর জন্মদিন পালন করার কথা ভেবেছিলাম আমরা। কিন্তু যা বুঝলাম, কিছু একটা সমস্যা হয়েছে। পরের বার আরও বড় করে করব।’’

আরও পড়ুন
Advertisement