rape

Nadia: মানসিক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণে অভিযুক্ত কেন অধরা? নদিয়ায় পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ

১৪ বছর বয়সি এক মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণে অভিযোগ ঘিরে উত্তাল হাঁসখালি থানার সাহাপুর পূর্বপাড়া গ্রাম।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
নদিয়া শেষ আপডেট: ১২ মার্চ ২০২২ ০২:২৩

নিজস্ব চিত্র।

মানসিক ভাবে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ দায়ের হওয়ার পর দিন দশেক কেটে গেলেও এখনও অভিযুক্তকে গ্রেফতার করেনি পুলিশ। গাফিলতির অভিযোগ তুলে নদিয়া জেলার বগুলা পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ দেখালেন প্রতিবন্ধী সংগঠনের সদস্যরা।

১৪ বছর বয়সি এক মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণে অভিযোগ ঘিরে উত্তাল হাঁসখালি থানার সাহাপুর পূর্বপাড়া গ্রাম। কিশোরীর পরিবারের তরফে জানা গিয়েছে, গত ১ মার্চ রাত ১০টা নাগাদ সুকুমার বিশ্বাস (৬০) নামে স্থানীয় এক বৃদ্ধ খাবারের লোভ দেখিয়ে ওই কিশোরীকে বাড়ি থেকে ডেকে পাশের বাঁশবাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। বাড়ি ফিরে সবাইকে গোটা ঘটনা জানাতেই পর দিন পুলিশে অভিযোগ দায়ের করা হয়। বেগতিক বুঝে ঘটনার রাতেই এলাকা ছাড়ে অভিযুক্ত।

Advertisement

পরিবারের অভিযোগ, লিখিত ভাবে অভিযোগ দায়ের করার পর বেশ কয়েক দিন কেটে গেলেও অভিযুক্ত এখনও অধরা। কেন সুকুমারকে এখনও গ্রেফতার করা হল না, এই প্রশ্ন তুলে শুক্রবার পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী সংস্থার পক্ষ থেকে বগুলা পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ করা হয়।

সংগঠনের প্রশ্ন, পুলিশ কি কোনও ভাবে অভিযুক্তকে আড়াল করতে চাইছে? শীঘ্র তাঁকে গ্রেফতার করা না-হলে জেলা জুড়ে প্রতিবাদেরও ডাক দিয়েছে প্রতিবন্ধী সংগঠন।

আরও পড়ুন
Advertisement