Bomb Blast

ভরসন্ধ্যায় কৃষ্ণনগরে বোমা ফেটে গুরুতর আহত যুবক, কে রাখল বোমা, তদন্তে পুলিশ

কে বা কারা ঝোপে বোমা মজুত করেছিল তা বোঝার চেষ্টা করছে পুলিশ। লোকালয়ের মধ্যে ভরসন্ধ্যায় এ রকম বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা কৃষ্ণনগর শহরেই।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কৃষ্ণনগর শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৩ ২০:৫১
representational image

— প্রতীকী ছবি।

ঝোপের মধ্যে পড়ে ছিল বোমা। অসাবধানতায় ঝোপে পা পড়তেই বিকট শব্দে বিস্ফোরণ। বিস্ফোরণের অভিঘাতে গুরুতর আহত হয়েছেন এক যুবক। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগরে। ঝোপ থেকে একটা না ফাটা বোমাও উদ্ধার হয়েছে। কে বা কারা ঝোপে বোমা মজুত করছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

শক্তিনগরে একটি বাড়িতে দিনমজুরের কাজ সেরে বাড়ি ফেরার পথে প্রকৃতির ডাকে সাড়া দিতে একটি ঝোপের ধারে দাঁড়িয়েছিলেন এক যুবক। সেখানেই পড়ে ছিল বোমা। যুবক তা বুঝতে না পারায় ঘটে গেল অঘটন। বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। দৌড়ে আসেন স্থানীয়রা। গুরুতর আহত অবস্থায় যুবককে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এরই মধ্যে অকুস্থলে পৌঁছে যায় কোতয়ালি থানার পুলিশও। তল্লাশিতে দেখা যায়, ঝোপের মধ্যেই পড়ে রয়েছে আরও একটি না ফাটা বোমা। পুলিশ বোমাটিকে উদ্ধার করে নিয়ে যায়।

কে বা কারা ঝোপে বোমা মজুত করেছিল তা বোঝার চেষ্টা করছে পুলিশ। লোকালয়ের মধ্যে ভরসন্ধ্যায় এ রকম বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা কৃষ্ণনগর শহরেই।

আরও পড়ুন
Advertisement