West Bengal Panchayat Election 2023

সংখ্যালঘু ভোটে নজর বেশি, ঘুরে গেলেন সেলিম

সোমবার বিকালে পলাশির রেলগেট চত্বর থেকে সেলিমের নেতৃত্বে মিছিল শুরু হয়‌। পলাশি বাজার এলাকা হয়ে জাতীয় সড়ক ধরে ফুলবাগান মোড় হয়ে পলাশি চৌরাস্তায় তা শেষ হয়।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কালীগঞ্জ শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৩ ০৭:১৩
An image of Md. Selim

সেলিমের মিছিল। নদিয়ার কালীগঞ্জরের পলাশিতে। —নিজস্ব চিত্র।

পঞ্চায়েত নির্বাচনের প্রচারে কালীগঞ্জের পলাশি বাজার এলাকায় মিছিলে করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। পরে কৃষ্ণনগর ১ ব্লকের ভালুকা বটতলা মাঠে তিনি সভাও করেন।

সোমবার বিকালে পলাশির রেলগেট চত্বর থেকে সেলিমের নেতৃত্বে মিছিল শুরু হয়‌। পলাশি বাজার এলাকা হয়ে জাতীয় সড়ক ধরে ফুলবাগান মোড় হয়ে পলাশি চৌরাস্তায় তা শেষ হয়। মিছিলে কয়েক হাজার বামকর্মী ও সমর্থকের পাশাপাশি কয়েকটি কংগ্রেসের পতাকাও চোখে পড়েছে।

Advertisement

কিছু দিন আগেই কালীগঞ্জের বড় চাঁদঘরে পুলিশকে বোমা মারার অভিযোগ ওঠে সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ইতিমধ্যে সিপিএমের বেশ কয়েক জন গ্রেফতারও হয়েছে। ওই হামলায় অভিযুক্ত সিপিএমের পলাশি এরিয়া কমিটির সম্পাদক হকসাদ মণ্ডল এখনও পলাতক। স্থানীয় সূত্রের দাবি, কালীগঞ্জ ব্লকের মধ্যে পলাশি এলাকার পাশের পঞ্চায়েতগুলিতে সিপিএমের সাংগঠনিক ক্ষমতা বেড়েছে। তাই কর্মীদের মনোবল বাড়াতে রাজ্য নেতা এসেছেন। তা ছাড়া, সিপিএম প্রথম থেকেই সংখ্যালঘু ভোটের উপর জোর দিচ্ছে। কালীগঞ্জ ব্লকে ৫৫ শতাংশের বেশি সংখ্যালঘু ভোট। সেই ভোট পাওয়াও অন্যতম লক্ষ্য সিপিএমের।

কালীগঞ্জ বামফ্রন্টের আহ্বয়ক দেবাশিস আচার্য বলেন, "সেলিম পলাশি থেকেই জেতার ডাক দিলেন। তিনিই রাজ্য জুড়ে নেতৃত্ব দিচ্ছেন।"

আরও পড়ুন
Advertisement