BSF

বাংলাদেশ পাচারের আগে দুষ্কৃতীদের ধাওয়া বিএসফের, রানাঘাটে উদ্ধার ১২ লক্ষ টাকার রুপো

ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় তিনটি ব্যাগ। তাতে প্রচুর রুপোর গয়না ছিল। ২৩ কেজির উপর গয়না। বুধবার বানপুর শুল্ক দফতরের হাতে সেই গয়না দেওয়া হয়।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
রানাঘাট শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৩ ১৯:৩০
SILVER

উদ্ধার হওয়া রুপোর গয়না। —নিজস্ব চিত্র।

পাচারকারীদের ধাওয়া করে ১২ লক্ষ টাকার রুপোর গয়না উদ্ধার করল বিএসএফ। নদিয়ায় ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে ওই গয়না পাচারের চেষ্টা হচ্ছিল বলে অভিযোগ। বিএসএফ সূত্রে খবর, উদ্ধার হওয়া রুপোর গয়নার পরিমাণ প্রায় ২৩ কিলোগ্রাম।

Advertisement

বিএসএফ সূত্রে জানা গেছে, মঙ্গলবার নদীয়ার বিজয়পুর সীমা চৌকি এলাকায় টহল দেওয়াল সময় জওয়ানরা বেশ কয়েক জন সন্দেহভাজনকে কাঁটাতারের দিকে এগিয়ে যেতে দেখেন। তাঁদের আটকাতে গেলে করে ইট পাটকেল ছোড়া হয় বলে অভিযোগ। যদিও সেই বাধা পেরিয়ে অভিযুক্তদের পিছু নেন জওয়ানরা। তখন দৌড়ে পালান অভিযুক্তরা। এর পর ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় তিনটি ব্যাগ। তাতে প্রচুর রুপোর গয়না ছিল। ২৩ কেজির উপর গয়না। বুধবার বানপুর শুল্ক দফতরের হাতে সেই গয়না দেওয়া হয়।

বিএসএফ দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ডিআইজি একে আর্য বলেন, ‘‘সীমান্তের চোরাচালন রুখতে বিএসএফের তৎপরতায় একের পর এক সাফল্য আসছে। পাচারের মতো ঘটনা শূন্যে নামিয়ে আনাই আমাদের লক্ষ্য।’’ যদিও এই ঘটনায় কারও গ্রেফতারির খবর মেলেনি।

আরও পড়ুন
Advertisement